কলকাতা: একশো দিনের কাজে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে রাজভবনের বাইরে ধরনা-অবস্থান চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সোমবার সেই ধরনা-অবস্থানের পঞ্চম দিন। আর এবার কলকাতা হাইকোর্টেও উঠে এল রাজভবনের বাইরের ধরনার প্রসঙ্গ। রাজভবনের সামনে ধরনা কর্মসূচি চললে নবমহাকরণের সামনে ধরনায় আপত্তি কেন? সেই প্রশ্নই এবার তুলল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে একটি মামলার শুনানি চলাকালীন এই প্রসঙ্গ উঠে আসে। নবমহাকরণের সামনে কেন আপত্তি রাজ্যের, সেই নিয়েও রাজ্যের তরফে হলফনামা জমা দিতে বলা হয়েছে আদালতে।
প্রসঙ্গত, রাজ্যের সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজ়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে পুলিশের কাছে ধরনা অবস্থানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তাদের দাবি, নবমহাকরণের সামনে ধরনা-কর্মসূচির আয়োজন করতে দেওয়া হোক। কিন্তু, তা নিয়ে আপত্তি রয়েছে পুলিশের। সেই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আজ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা ওঠে। মামলার শুনানিতে আজ বিচারপতি রাজ্যকে নির্দেশ দিয়েছেন, ওই জায়গায় ধরনা অবস্থানে কেন আপত্তি রয়েছে, সেই বিষয়ে আদালতে হলফনামা জমা দেওয়ার জন্য। আগামী ১৬ অক্টোবর এই সংক্রান্ত পরবর্তী শুনানি রয়েছে।
উল্লেখ্য, এই সংগঠন অতীতে গত ফেব্রুয়ারি মাসে শহিদ মিনার চত্বরে অবস্থানে বসার জন্য আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সারা দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। যদিও পরবর্তী সময়ে আর নতুন করে আবেদনে সারা দেয়নি আদালত। আবারও অবস্থানে বসতে হলে নতুন করে মামলা করার জন্য বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো নতুন করে মামলা করে ওই সংগঠন এবং সেই মামলা ওঠে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। এখন দেখার রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়ার পর, পরবর্তী শুনানিতে এই মামলা কোন দিকে মোড় নেয়।