Calcutta High Court: ‘নবান্ন জ্বালিয়ে দাও!’ পুলিশি হেনস্থার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ তরুণী
Calcutta High Court: বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, তদন্তে কোনও বাধা নেই। জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে পুলিশকে দিতে হবে নোটিস। রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি।
কলকাতা: ‘জ্বালিয়ে দাও নবান্ন’। এই মর্মে উস্কানিমূলক মন্তব্য রেখেছেন। এই অভিযোগে পুলিশের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সংযুক্তা রায় নামে এক তরুণী। তাকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার মামালটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, তদন্তে কোনও বাধা নেই। জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে পুলিশকে দিতে হবে নোটিস। রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি।
ফেসবুক এ নবান্ন সম্পর্কে কিছু মন্তব্য করায় ট্যাংড়া থানার অভিযোগ দায়ের হয়। এর পর পুলিশ তাকে বার বার ডেকে হেনস্থা করছে অভিযোগ করে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংযুক্ত রায়। সেই মামলায় এই রায়।