Jalpaiguri: চিতাবাঘ আহত হওয়ার পরই কাঁটাতারের বেড়া খুলতে শুরু করল বন দফতর

Jalpaiguri: ১ লা নভেম্বর মেটেলি ব্লকের ধূপঝোড়া এলাকার কায়েত পাড়া এলাকায় চা বাগানে লাগানো কাঁটাতারে বেড়ায় চিতাবাঘ আটকে যায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেয় বন দফতরে। ধূপঝোড়া বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে যান।

Jalpaiguri: চিতাবাঘ আহত হওয়ার পরই কাঁটাতারের বেড়া খুলতে শুরু করল বন দফতর
কাঁটাতারের বেড়া খুলতে শুরু করল বনদফতরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 12:42 PM

জলপাইগুড়ি:   চা বাগানে লাগানো ধারাল ব্লেড তারের বেড়ায় চিতাবাঘ আহত হওয়ার খবর সম্প্রচার হতেই করা পদক্ষেপ বনদফতরের। বনদফতরের নির্দেশে ধারাল ব্লেড তারের বেড়া খুলতে শুরু করল বাগান কর্তৃপক্ষ। কিছুদিন আগে কাঁটা তার পেরোতে গিয়ে আহত হয় চিতাবাঘ। তা নিয়ে নড়েচড়ে বসে বনদফতর। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বড়দিঘি চা বাগানে লাগানো নিষিদ্ধ ব্লেড তারের বেড়া খুলে ফেলার কাজ শুরু করেছে বাগান কর্তৃপক্ষ।

১ লা নভেম্বর মেটেলি ব্লকের ধূপঝোড়া এলাকার কায়েত পাড়া এলাকায় চা বাগানে লাগানো কাঁটাতারে বেড়ায় চিতাবাঘ আটকে যায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেয় বন দফতরে। ধূপঝোড়া বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে যান। বনকর্মীরা গিয়ে ঘুম পাড়ানি গুলি করে সেই চিতা বাঘকে কাবু করে। প্রাথমিক চিকিৎসার পর ফের তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

তারপরেই কড়া পদক্ষেপ নিয়েছে বনদফতরর। এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। মাঝেমধ্যেই হাতি চিতাবাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীরা ওই এলাকায় চলে আসে।  সে কারণে লোকালয়ে বাইরে কাঁটাতারের বেড়াও দিয়ে দেওয়া হয়। সেই বেড়াজাল পেরিয়ে অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে ঢোকার চেষ্টা করে। তখনই বেড়ায় আটকে যায় শরীর। তাতে অনেক সময় বন্যপ্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটে। তাই কড়া পদক্ষেপ করল বন দফতর।