কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকুর’ চিকিৎসা মামলায় এবার মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার ইডিকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তাঁর কোনও সার্জারির প্রয়োজন রয়েছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখবে মেডিক্যাল বোর্ড। বুধবার ইডি এই বিষয়ে জানাবে আদালতে। এর মধ্যে সুজয় ভদ্রের কোনও মেডিক্যাল ইমার্জেন্সি দেখা দিলে, এসএসকেএম হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
উল্লেখ্য, সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের আর্জি আগেই খারিজ করে দিয়েছিল আদালত। তবে কেন সুজয় ভদ্র বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান, সেই বিষয়টি আজ জানতে চায় হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন মন্তব্য করেন, জামিন ছাড়াও হাসপাতালে চিকিৎসা সম্ভব। জামিন দিয়ে চিকিৎসার জন্য পাঠানো হলে অন্য বন্দিদের কাছে খারাপ বার্তা যাবে বলেও মন্তব্য করেন বিচারপতি। সেক্ষেত্রে যাতে অন্তত আগামিকালের মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়, সেই আর্জি জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী কিশোর দত্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে কয়েক ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছিল, সেই প্রসঙ্গও এদিন আদালতে তুলে ধরেন তিনি।
তবে সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর বিষয়টি আলাদা।’ বিচারপতি এসএসকেএম হাসপাতালের উৎকর্ষতার কথাও এদিন স্মরণ করিয়ে দেন। বলেন, এসএসকেএম-এর মতো হাসপাতাল রাজ্যের কাছে আশীর্বাদ। যথেষ্ট বিশেষজ্ঞ আছেন সেখানে, যাঁরা সিদ্ধান্ত নিতে পারেন। উল্লেখ্য, স্ত্রীর মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়েছিলেন কালীঘাটের কাকু। তারপর প্যারোল শেষে বুকে ব্যথা অনুভব শুরু করেন তিনি। হঠাৎ করে কীভাবে সুজয়কৃষ্ণের বুকে ব্যথা, তা নিয়ে প্রশ্ন ইডির আইনজীবীর।