কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ সেই নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ ছিল, সুবীরেশ যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন, ততক্ষণ তিনি স্নাতকোত্তর ডিগ্রি, পিএইচডি ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। একক বেঞ্চের সেই নির্দেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন সুবীরেশ। এবার সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, সুবীরেশ ভট্টাচার্য যখন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে, সেই সময় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন। তবে অতীতে স্কুল সার্ভিস কমিশনেরও দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। সেই সময়েই বিভিন্ন দুর্নীতি ও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। এমনকী বাগ কমিটির রিপোর্টেও নাম রয়েছে তাঁর। নিয়োগ দুর্নীতির তদন্তে দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের স্ক্যানারে ছিলেন সুবীরেশ। তাঁর বাড়িতেও হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। শেষ পর্যন্ত গতবছরের ১৯ সেপ্টেম্বর সিবিআই তাঁকে গ্রেফতার করে। এখনও জামিন পাননি সুবীরেশ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ যখন সুবীরেশে ডিগ্রি ব্যবহারের ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছিল, তখন আদালত বলেছিল, কার নির্দেশে এই দুর্নীতি, তা বলতে হবে সুবীরেশকে। কিন্তু সুবীরেশের আইনজীবীর বক্তব্য, তিনি নির্দোষ। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে রাখা হয়েছে। এমন অবস্থায় সুবীরেশ কীভাবে বলতে পারবেন, কার নির্দেশে এই দুর্নীতি হয়েছে? এমন অবস্থায় যাতে সুবীরেশের শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি ব্যবহারের এক্তিয়ার কেড়ে না নেওয়া হয়, সেই আর্জি জানানো হয়েছিল ডিভিশন বেঞ্চে। সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এদিন একক বেঞ্চের সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।