Calcutta High Court: ‘আপনাদের কমিশনার ইংরাজি বোঝেন?’ ‘হোয়াইট হাউস’ নিয়ে তীব্র বিরক্ত বিচারপতি
Calcutta High Court: বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, "কমিশনারের ওই পদে থাকার কোনও অধিকার নেই। এই অর্ডার যদি কার্যকর করতে না পারেন তিনি। আমি কোনও পরামর্শ দেওয়ার জায়গায় নেই। আমি নির্দেশ দিয়েছি, সেটা কার্যকর না করা হলে, কীভাবে পুরসভা চলবে, সেটা তারা ঠিক করুক।"

কলকাতা: কামারহাটির জয়ন্ত সিংয়ের চার তলার বাড়ি ভাঙার ২৯ মে পুরসভার নোটিস খারিজ করে নতুন নির্দেশ হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের। আদালতের পর্যবেক্ষণ, বেআইনি বাড়ি ভাঙার আগে বাড়ির বাকি বাসিন্দাদের সঙ্গে কথা বলতে হবে। কোনও কারণ ছাড়াই বিষয়টি জটিল করে তুলছে কামারহাটি পুরসভা।
পুরসভার আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, “অর্ডারে কী লেখা আছে? আপনাদের কমিশনার ইংরাজি বোঝেন? আপনি জোরে জোরে এই অর্ডার পড়ে বলুন, কোনটা না বোঝার মতো লেখা আছে। আমি ভাঙার নির্দেশ দিয়েছিলাম। তারপরে ভাঙা হয়নি কেন?”
বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “কমিশনারের ওই পদে থাকার কোনও অধিকার নেই। এই অর্ডার যদি কার্যকর করতে না পারেন তিনি। আমি কোনও পরামর্শ দেওয়ার জায়গায় নেই। আমি নির্দেশ দিয়েছি, সেটা কার্যকর না করা হলে, কীভাবে পুরসভা চলবে, সেটা তারা ঠিক করুক।” বিচারপতি বলেন, “পুরসভা কেন এখনও কাজে হাত দেয়নি, সেটা আপনিও জানেন।”
৬ সপ্তাহের মধ্যেই ওই বেআইনি বাড়ি নির্মাণের ওপর পদক্ষেপ করতে হবে কামারহাটি পুরসভাকে, এদিন স্পষ্ট নির্দেশ দেন বিচারপতি। রাজ্য পুরআইন ১৯৯৩, ২১৮ নম্বর ধারা মেনে পদক্ষেপের নির্দেশ দেন বিচারপতি।

