AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, হাইকোর্টে দায়ের ৩টি জনস্বার্থ মামলা

Calcutta High Court: বৃহস্পতিবার হেনস্তার শিকার শ্রমিকরা আসেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদে। পর্ষদের চেয়ারম্যান তথা রাজ‍্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের সবরকম আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Calcutta High Court: বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, হাইকোর্টে দায়ের ৩টি জনস্বার্থ মামলা
কলকাতা হাইকোর্টImage Credit: Getty Image (History/Universal Images)
| Edited By: | Updated on: Jul 04, 2025 | 9:17 PM
Share

কলকাতা:  ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। কলকাতা হাইকোর্টে বিজেপি শাসিত রাজ্যের সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করল শ্রমিকের পরিবার। মোট তিন ধরণের মামলা করা হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। একটি হেবিয়াস কর্পাস বা সরকারের বিরুদ্ধে, একটি রিট ও একটি জনস্বার্থ মামলা। বাঙালি শ্রমিকদের কীভাবে ভিন রাজ্যে আটকে রাখা হচ্ছে, কীভাবে তাঁদের হেনস্থা করা হচ্ছে,   সে সবই উল্লেখ করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার হেনস্তার শিকার শ্রমিকরা আসেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদে। পর্ষদের চেয়ারম্যান তথা রাজ‍্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের সবরকম আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। মুম্বই, ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বলা শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠে, তাঁরা যথাযথ নথি দেখানোর পরও তাঁদের স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করছে। তারপর তাঁদের বিএসএফের হাতে হস্তান্তরিত করা হয়েছে।

পরে অবশ্য বাংলা পুলিশের তৎপরতায় তাঁদের উদ্ধার করে, নিজেদের গ্রামে ফেরানো হয়েছে। মুর্শিদাবাদ, দেগঙ্গার কয়েকটি পরিযায়ী শ্রমিকের পরিবারও এহেন হেনস্থার শিকার হন। এসব বন্ধের প্রতিবাদে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।