HC: নাবালিকাকে ‘ধর্ষণ’, ঢালা হয়েছিল অ্যাসিডও? দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

Murshidabad: এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করাতে হবে। আগামী ৬ মার্চ কেস ডায়েরি আদালতে হাজির করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ঘটনাটি গত জানুয়ারি মাসের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় বাবা ও নাবালক ছেলের বিরুদ্ধে ১৩ বছরের এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে।

HC: নাবালিকাকে 'ধর্ষণ', ঢালা হয়েছিল অ্যাসিডও? দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 2:42 PM

কলকাতা: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্ট ও ইনকয়েস্ট রিপোর্টের মধ্যে তফাৎ রয়েছে। তাই দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত।

এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করাতে হবে। আগামী ৬ মার্চ কেস ডায়েরি আদালতে হাজির করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ঘটনাটি গত জানুয়ারি মাসের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় বাবা ও নাবালক ছেলের বিরুদ্ধে ১৩ বছরের এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে নৃশংসভাবে খুনও করা হয় বলে অভিযোগ। চোখ খুবলে তুলে নেওয়া থেকে দেহের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকী অ্যাসিড ঢেলে দেহ পোড়ানোর চেষ্টারও অভিযোগ ওঠে।

এদিকে ময়নাতদন্তের যে রিপোর্ট সামনে এসেছে, তাতে এরকম কোনও তথ্যের উল্লেখ নেই বলে আদালত সূত্রে খবর। শুক্রবার আদালতে মামলাকারীর তরফে আইনজীবী জানান, এই অভিযুক্ত বাবা ও নাবালক ছেলে কয়েক মাস আগেও একই ঘটনায় অভিযুক্ত হন। আগের এই ঘটনা যুক্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ও পকসো ধারা দেওয়ার আবেদন জানানো হয়।