AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ১৫ বছর পর কর্মী নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট, দ্রুতই ২৯২ শূন্যপদে নিয়োগ

Calcutta High Court: ২০১০ সালে বাম আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর, অর্থাৎ ২০১১ সালে নতুন সরকারের আমলে এই পরীক্ষা নেওয়া হয়। অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় আবার পরীক্ষা নেয় ওই কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয়।

Calcutta High Court: ১৫ বছর পর কর্মী নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট, দ্রুতই ২৯২ শূন্যপদে নিয়োগ
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 16, 2025 | 12:54 PM
Share

কলকাতা:  ১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। ২১ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি পার্থসারথি সেন নির্দেশ দিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। ২১ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ করতে হবে। দীর্ঘ দিন পরে আদালতের এই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণে জট কাটল।

২০১০ সালে বাম আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর, অর্থাৎ ২০১১ সালে নতুন সরকারের আমলে এই পরীক্ষা নেওয়া হয়। অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় আবার পরীক্ষা নেয় ওই কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয়। মামলাগুলির জটে এত দিন ফলপ্রকাশ হয়নি। মামলার ভিত্তিতে গোটা নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।

বুধবার হাই কোর্ট জানায়, আগামী ১৫ দিনের মধ্যে গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাতে ২০১০ সালের নিয়োগ বিধি মেনে নিয়োগপ্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা কমিশন। ২১ দিনের মধ্যে তাদের ফলপ্রকাশ করতে হবে।