Calcutta High Court: সুশ্রীতা সোরেনের মামলায় এবার লকআপের ভিতরে ঘটা প্রতিটা মুহূর্তের ঘটনা জানতে চায় আদালত, রিপোর্ট তলব বিচারপতির
Calcutta High Court: যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর সময় আটক করা হয় একাধিক DSO নেতা - কর্মীকে। থানায় অত্যাচারের অভিযোগ, হাতে গরম মোম ঢেলে দেওয়ার অভিযোগ করা হয়।

কলকাতা: AIDSO নেত্রী সুশ্রীতা সোরেনের মামলায় এবার তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। আটক থেকে মুক্তি পর্যন্ত প্রতি মুহূর্তের তথ্য তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ঘটনার দিন অর্থাৎ ৩ মার্চ সকাল প্রায় সাড়ে দশটা থেকে রাত ২.২০ মিনিট পর্যন্ত সময়সীমার রেকর্ড চাইলেন বিচারপতি। আগামী সোমবার পরবর্তী শুনানি।
যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর সময় আটক করা হয় একাধিক DSO নেতা – কর্মীকে। থানায় অত্যাচারের অভিযোগ, হাতে গরম মোম ঢেলে দেওয়ার অভিযোগ করা হয়। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করা ও থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিতে মামলার আবেদন জানান মামলকারী সুশ্রীতা সোরেন।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছিল বামপন্থী সংগঠনগুলো। সেদিনই মেদিনীপুরের কোতোয়ালি থানার লকআপে ঘটে যায় নৃশংস ঘটনা! প্রতিবাদে সামিল হওয়ায় AIDSO-র মহিলা সদস্যের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে। মোমের ছ্যাঁকা থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় মার দেওয়ার অভিযোগ ওঠে। ভয়ঙ্কর অভিযোগ করেন এআইডিএসও-র নিগৃহীত চার মহিলা কর্মী সমর্থক। সাংবাদিক বৈঠক করে প্রথমে লকআপে পুলিশের নৃশংস অত্যাচারের অভিযোগ সামনে আনেন তাঁরা। এমনকি নিগৃহীতারা রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘোরার পরও, তাঁকে চিকিৎসা করে কোনও ইনজুরি রিপোর্ট দেয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা। আদালতেও সেই বিষয়টি তুলে ধরেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার।





