কলকাতা: সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। বুধবার নির্দশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
নবান্ন অভিযানের একই ঘটনায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। তিনটি ক্ষেত্রেই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চর আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে। তারও আগে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশ।
এদিনের শুনানিতে বিচারপতি বলেন, “তিনি একজন স্কুল শিক্ষক। তিনি এর আগে বহু আন্দোলনে যোগ দিয়েছেন।” রাজ্যের তরফ থেকে সওয়াল করা হয়, “এই ঘটনায় পুলিশ কর্মী-সহ ১৯ জন জখম হয়েছেন। তাহলে তাঁদের বিচার পাওয়ার অধিকার নেই?” রাজ্যের তরফে প্রশ্ন করা হয়, “অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনও দায়িত্ব থাকবে না?” হাইকোর্টের নির্দেশের পর, আপাতত নবান্ন অভিযান সংক্রান্ত তিনটি FIR এর ভিত্তিতে ভাস্কর ঘোষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ৬ নভেম্বর পরবর্তী শুনানি।
সম্প্রতি আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিলে অংশ নেন ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ। নবান্ন অভিযান থেকেই আরজি কর মামলায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তিনি। ভাস্কর ঘোষ বলেছিলেন, পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন ভাস্কর। তিনি বলেছিলেন, “রাজ্য সরকারের উচ্চপদস্থ যে সব পুলিশকর্তারা আছেন তাঁদের দ্বারা নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। সে জায়গা থেকে সিবিআই ছাড়া উপায় ছিল না। তবে তারাও কোনও পক্ষ না নিয়ে সঠিক তদন্ত করুক, এটাই চাই।”
ভাস্কর ঘোষের বিরুদ্ধে এর আগেও হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এর আগে তাঁকে গ্রেফতার করার উদ্যোগ নিয়েছিল পুলিশ। দাবি করা হয়েছিল, ভাস্করের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁর গ্রেফতারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)