কলকাতা: আর কোনও আইনি বাধা রইল না। এবার থেকে কলকাতা পুলিশে (Kolkata Police) তৃতীয় লিঙ্গের (Third Gender) মানুষদের নিয়োগের আবেদনপত্রে পৃথক কলাম রাখতে হবে। শুক্রবার এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলা, এই নির্দেশ দিতে গিয়ে রাজ্যের ১৪ সেপ্টেম্বরে অতিরিক্ত সচিবের দেওয়া রিপোর্ট গ্রহণ করেন।
আদালতের এই নির্দেশের ফলে এ বার থেকে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বা লেডি সাব ইন্সপেক্টর (অস্ত্রবিহীন শাখা) আবেদনে আর কোনও বাধা থাকল না তৃতীয় লিঙ্গের মানুষদের। পল্লবী চক্রবর্তী নামে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত এক তরুণীর আবেদনের ভিত্তিতে এই রায় দিল কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছে, এবার থেকে কলকাতা পুলিশে নিয়োগের দরখাস্ত করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও। পুলিশের সাব ইন্সপেক্টর পদে আবেদন অবশ্যই করতে পারেন তাঁরা। উল্লেখ্য, কলকাতা পুলিশে (Kolkata Police) এতদিন তৃতীয় লিঙ্গের মানুষদের আবেদন করার জন্য আলাদা কোনও প্রক্রিয়া ছিল না। এই নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পল্লবী চক্রবর্তী নামে কলকাতা পুলিশে কাজ করা এক সিভিক ভলান্টিয়ার। শুক্রবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে ওঠে এই মামলা। সেই শুনানিতে এদিন আদালত জানায়, এবার থেকে কলকাতা পুলিশের চাকরির আবেদনপত্রে আলাদা কলাম থাকতে হবে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য।
এর আগে গত ৬ সেপ্টেম্বর আদালত রাজ্য সরকারের কাছে এই বিষয়টি নিয়ে জবাব তলব করে। তার প্রেক্ষিতে আদালত জানিয়ে দিয়েছে, এবার থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও কলকাতা পুলিশে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল আদালতকে।
আরও পড়ুন: BJP Bengal: ভিতরে শুভেন্দু, বাইরে সুকান্ত, মাথায় দিলীপ- বিজেপির ‘ঘরে-বাইরে’ কৌশল
উল্লেখ্য, তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক পরিসরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চনা নিয়ে বহু মামলা হয়েছে। এদিকে পুলিশে তৃতীয় লিঙ্গের মানুষের নিয়োগ নিয়ে পথ দেখিয়েছিল ওড়িশার নবীন পট্টনায়েকের সরকার। তারা সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদে আবেদনের জন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের দরখাস্ত জমা দিতে বলে। তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছিল তৃতীয় লিঙ্গের মানুষ। সমাজে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতি মনোভাবে বদল আনতেই সেই পদক্ষেপ করে ওড়িশা সরকার। তার পর মাদ্রাজ হাইকোর্টও এমন একটা নির্দেশ দিয়েছিল। তামিলনাডু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুরমেন্ট বোর্ডকে তৃতীয় লিঙ্গের মানুষদের সুযোগ তথা নিয়োগ করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর নয়া সূচনা হতে চলেছে কলকাতা পুলিশেও।
আরও পড়ুন: Promotion of KMC Employees: পৌরনিগমের পদোন্নতিতে সংরক্ষণকে বাড়তি গুরুত্ব নয়, জানালেন ফিরহাদ