Calcutta High Court: ‘…এমন IC-কে সরিয়ে দিতে বলুন, নয়ত কোর্ট সরিয়ে দেবে’, কেন এতটা ক্ষুব্ধ বিচারপতি ঘোষ?

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 14, 2024 | 1:11 PM

Calcutta High court: এখানেই শেষ নয়, আরও একটি মামলায় নারায়নপুণ থানা এলাকার একটি জমির দখল আটকাতে মালিক অভিযোগ দায়ের করেছিলেন। এরপরই তাঁর রাজারহাটের বাড়িতে গিয়ে হুমকি,মারধর ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। তবে থানা পদক্ষেপ না করে হাইকোর্টকে বিভ্রান্ত করায় সরকারি কৌঁসুলিকে বিচারপতির সতর্কতা...

Calcutta High Court: ...এমন IC-কে সরিয়ে দিতে বলুন, নয়ত কোর্ট সরিয়ে দেবে, কেন এতটা ক্ষুব্ধ বিচারপতি ঘোষ?
পুলিশের উপর ক্ষুব্ধ বিচারপতি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: এক প্রোমোটারকে বাঁচাতে নিউ টাউনের আইসি (IC)-র ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। দু’টি পৃথক-পৃথক মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে আইসি-র ভূমিকা।

নারায়নপুণ থানা এলাকার একটি জমির দখল আটকাতে মালিক অভিযোগ দায়ের করেছিলেন। এরপর অভিযোগকারীর রাজারহাটের বাড়িতে গিয়ে হুমকি,মারধর ঘটনা ঘটায় দুষ্কৃতীরা বলে দাবি ওই ব্যক্তির। তবে থানা পদক্ষেপ না করে হাইকোর্টকে বিভ্রান্ত করায় সরকারি কৌঁসুলিকে বিচারপতির সতর্কতা, “এমন আইসি-র এমন গুরুত্বপূর্ণ থানার দায়িত্বে থাকার কোনও অধিকার নেই। তাঁকে সরিয়ে দিতে বলুন। না হলে কোর্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দেবে।” দু’টি ঘটনাতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রোমোটার বা জমি মাফিয়াদের পক্ষ নিয়ে পুলিশের পদক্ষেপের চূড়ান্ত সমালোচনা করেন।

বিধাননগর পুলিশকে আদালতের নির্দেশ, নিউ টাউনের আইসি’র বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করে সেই ব্যাপারে আগামী শুনানিতে অবহিত হবে আদালতকে। একইসঙ্গে আগামী দিনে বিভাগীয় ডিসিকে মামলাকারির অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিতে হবে আদালতে।

 

Next Article