কলকাতা: রাজ্যে পর্নোগ্রাফি ছড়ানোর মামলায় রাজ্য পুলিশের তদন্তের গাইডলাইন কী? জানতে চায় আদালত। এই সংক্রান্ত বিষয়ে রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগের রিপোর্টে অসন্তুষ্ট হওয়ায় ফের ডিজি-র রিপোর্ট তলব করা হয়েছে।
এর আগেই হাইকোর্ট এই বিষয়ে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি রিপোর্ট দেন। সেই রিপোর্টে রাজ্য জানিয়েছে, সাইবার ক্রাইম থানাগুলির দায়িত্বপ্রাপ্ত অফিসারদের প্রশিক্ষণ কীভাবে দেওয়া হচ্ছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
আর এবার নদিয়ার মুরুটিয়ার থানার একটি মামলায় ডিজি-র রিপোর্ট তলব করা হয়েছে। কৃষ্ণনগর সাইবার থানার তদন্তের ত্রুটি ধরা পড়েছে ওই মামলায়। সেই মামলার প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি বাগচী জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগে তদন্তে কী কী তথ্য উঠে এসেছে আর সেই তথ্যের ভিত্তিতে তদন্তকারী কোন পথে এগিয়েছেন। সেই তথ্য দেখতে চায় হাইকোর্ট।
গোটা রাজ্যে এমন পর্নোগ্রাফি সংক্রান্ত কত মামলা আছে, আদালত তারও রিপোর্ট তলব করেছে। এক সপ্তাহ পরে ফের রিপোর্ট দিতে হবে ডিজি-কে।