কলকাতা: এসএসসি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কি চার্জশিট দাখিল হয়েছে? এদিন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এই প্রশ্ন করেন সিবিআই-কে। এখানেই সিবিআই ফের একবার রাজ্যের দিকেই আঙুল তুলল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, চার্জশিট হয়েছে। কিন্তু সরকারি অফিসারদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে গেলে রাজ্য সরকারের অনুমতি লাগে। ২০২২ সালে রাজ্যের কাছে সেই চার্জ ফ্রেম করার অনুমতি চাওয়া হলেও, এখনও পর্যন্ত তারা কোনও উত্তর পাননি বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
সিবিআই-এর থেকে একথা শুনে বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের উদ্দেশে স্পষ্ট জানিয়ে দেন, উত্তর না দিয়ে এভাবে বসে থাকা যাবে না। হয় অনুমতি দিতে হবে, নাহয় জানিয়ে দিতে হবে অনুমতি দেওয়া যাবে না। রাজ্যের উদ্দেশে বিচারপতি বসাকের নির্দেশ, আজই নিজেদের অবস্থান জানাতে হবে রাজ্যকে। বিচারপতি রাজ্যের থেকে জানতে চান, কত সময় লাগে এটি করতে। তখন রাজ্য জানায়, কিছুটা সময় লাগে। কারণ সমস্ত নথি যাচাই করে দেখে তারপর সিদ্ধান্ত নিতে হয়। কিছুটা সময় লাগার কথা রাজ্য আদালতে বোঝাতে চাইলেও, দু’বছর কীভাবে লেগে গেল, সেটা নিয়েও প্রশ্ন বিচারপতির।
২০২২ সালে রাজ্যের কাছে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের তরফে এখনও সেই অনুমতি না দেওয়ায় অবাক বিচারপতি দেবাংশু বসাকও। সরাসরি প্রশ্ন তুললেন রাজ্যের উদ্দেশে, ‘সময় লাগে সেটা বুঝলাম, কিন্তু কত সময় ? দুই বছর?’ বিচারপতির আরও প্রশ্ন, ‘যদি আদালতের নির্দেশের আগে মেধাতালিকাই প্রকাশিত না হয়ে থাকে, তাহলে কীসের ভিত্তিতে নিয়োগ করল স্কুল সার্ভিস কমিশন ?’