কলকাতা: তাপস রায় তৃণমূল ছেড়েছেন কয়েক ঘণ্টা আগেই। এরমধ্যেই সাংবাদিক সম্মেলন কুণাল ঘোষের। আর সেখানেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একেবারে অন্য সুর কুণালের গলায়। বললেন, আজ সন্ধ্যায় চা খেতে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাঁকে ফোন করেছিলেন সুদীপ।
উত্তর কলকাতায় তৃণমূলের একটি বৈঠকে ডাক পাননি কুণাল ঘোষ। যে বৈঠক নিয়ে বিষোদগার করেছিলেন তিনি। সমস্ত দোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরই ঠেলে দিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার একেবারে অন্য সুর কুণালের গলায়।
এদিন কুণাল ঘোষ বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন, বৈঠকে যে আমাকে ডাকা হয়নি তা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমাকে ফোন করেছেন, আমি খুশি। সুদীপদা সৌজন্য দেখিয়েছেন। আমিও সৌজন্য দেখিয়ে যাব। সুদীপ দার বিরুদ্ধে মহিলা প্রার্থীর কথা বলেছিলাম। এখন এসব কথা বলছি না। এটা অসৌজন্য।” প্রসঙ্গত, এই কুণালই বলেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কোনও মহিলা প্রার্থীকে উত্তর কলকাতা কেন্দ্র থেকে দাঁড় করানো হোক। শশী পাঁজার মতো প্রার্থী দেওয়া হোক, সেই কথাও শোনা গিয়েছিল। তবে সোমবার তাঁর অবস্থান থেকে সরে দাঁড়ালেন কুণাল। নিজেই জানালেন, সন্ধ্যা ৭টায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন তিনি।