কলকাতা: আবাসন নিয়ে এবার অন্য ভাবনা কলকাতা হাইকোর্টের। আবাসনের অনুমোদন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভাবনা বিচারপতি অমৃতা সিনহার। কোন আবাসনের উপযুক্ত অনুমতি রয়েছে আর কোন আবাসনের নেই, কেনার আগেই তা জানতে পারবেন ক্রেতারা। এই মর্মে নির্দেশিকা জারি করার ভাবনা বিচারপতি সিনহার।
আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকতে হবে কলকাতা-হাওড়া পুরসভার ওয়েবসাইটে। ‘দ্রুত এই মর্মে উপযুক্ত নির্দেশ দেব’-বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় এমনই মন্তব্য করলেন বিচারপতির। এই নির্দেশ জারি হলে উপকৃত হবেন অগুনতি ক্রেতা। তেমনটাই মত বিচারপতির।
বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলাটির শুনানির সময় বিচারপতি প্রশ্ন করেন, হাওড়ায় কোন বহুতলের অনুমোদন পুরসভা দিয়েছে সেটা কি পুরসভার ওয়েবসাইটে দেখা যায়? যদি এটা দেখা যায় তাহলে সুবিধা হয়। এখানেই শেষ নয়,তিনি এও বলেন, “এতে যাঁরা ফ্ল্যাট কিনবেন তাঁরা নিশ্চিত হতে পারবেন যে আবাসনটি বৈধ না অবৈধ।” প্রসঙ্গত, গার্ডেনরিচকাণ্ডের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে আরও কঠোর হয় কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দেওয়া বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনওরকম স্থগিতাদেশ দিতে রাজি নয় আদালত। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন,”যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে।” আগে মানুষের জীবন সুরক্ষিত হোক,আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপই করবে না বলে জানিয়েছে।