Calcutta High Court: নির্যাতিতাই পার্টি নন, কসবা-কাণ্ডে চলছে তিন-তিনখানা মামলা
Calcutta High Court: যদিও মামলাকারী এক আইনজীবী সৌম শুভ্র রায়ের বক্তব্য, এখানে তাঁর নির্যাতিতার বিরুদ্ধে কোনও বক্তব্য নেই। সেই কারণে এই মামলায় তাঁকে যুক্ত করার প্রয়োজন নেই।

কলকাতা: কসবা-কাণ্ডে দায়ের হয়েছে তিনটি জনস্বার্থ মামলা। কিন্তু সেই মামলাগুলিতে যুক্ত করা হয়নি নির্যাতিতাকে। অথচ মামলা দায়ের হয়েছে তাঁকে নিয়েই। তদন্ত এবং ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। কিন্তু তাঁকেই মামলায় যুক্ত বা পার্টি করা হয়নি।
যদিও মামলাকারী এক আইনজীবী সৌম শুভ্র রায়ের বক্তব্য, এখানে তাঁর নির্যাতিতার বিরুদ্ধে কোনও বক্তব্য নেই। সেই কারণে এই মামলায় তাঁকে যুক্ত করার প্রয়োজন নেই। তিনি টিভি ৯ বাংলাকে বলেন, “আমার তো নির্যাতিতার বিরুদ্ধে কোনও বক্তব্যই নেই। তাই তাঁকে পার্টি করা হয়নি।” তবে সূত্রের খবর, নির্যাতিতাকে পার্টি করা না হলেও ইতিমধ্যে নির্যাতিতার পরিবার পরামর্শ নিয়েছে আইনজীবীর। এখুনি সিবিআই তদন্ত বা অন্য কোনও আর্জি নিয়ে তাঁরা আদালতের দারস্থ হতে চাইছেন না। তবে পুলিশের রিপোর্টের উপর তাঁরা নজর রাখছেন। এ বিষয়ে তাঁরা আইনি পরামর্শ নিচ্ছেন।
গত বুধবার কসবার একটি ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে নাম জড়ায় তৃণমূলের দাপুটে ছাত্রনেতার। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুলেছে পুলিশ। কিন্তু তিনি জেলে যেতেই মুখ খুলতে শুরু করেছেন অনেকে। নারী নিগ্রহ তো বটেই, মারামারি-ভাঙচুরের মতো ঘটনাতেও নাম জড়িয়েছিল তাঁর।

