Calcutta High Court: স্যাটের রায়কে চ্যালেঞ্জ, পুলিশ নিয়োগ মামলা এবার হাইকোর্টে

Shrabanti Saha | Edited By: সঞ্জয় পাইকার

Aug 31, 2023 | 10:18 PM

Calcutta High Court: মামলাকারীদের দাবি, তাঁরা বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে শুনানি হলেও কোনও রায় দেয়নি হাইকোর্ট। রায়দান স্থগিত রাখা হয়েছে।

Calcutta High Court: স্যাটের রায়কে চ্যালেঞ্জ, পুলিশ নিয়োগ মামলা এবার হাইকোর্টে
পুলিশ নিয়োগ মামলা

Follow Us

কলকাতা: পুলিশে নিয়োগ নিয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। আসন সংরক্ষণের ক্ষেত্রে স্যাট যে রায় দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে একটি মামলা হয়েছে আদালতে। বৃহস্পতিবার শুনানির পর রায়দান স্থগিত রেখেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। মূলত কনস্টেবল নিয়োগ নিয়ে স্যাটের রায়ে অসন্তোষ প্রকাশ করেছিল চাকরিপ্রার্থীদের একাংশ।

পুলিশের নিয়োগ সংক্রান্ত মোট দুটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে নিয়ম ছিল, সংরক্ষিত আসনের কোনও প্রার্থী যদি জেনারেল ক্যাটেগরির প্রার্থীর থেকে বেশি নম্বর পান, তাহলে তিনি জেনারেল হিসেবে গন্য হবেন। সেই জায়গায় অপর কোনও সংরক্ষিত আসনের প্রার্থী সুযোগ পাবেন। কিন্তু স্যাট এই নিয়মকে মান্যতা দেয়নি। এর ফলে সংরক্ষিত আসনের প্রার্থীদের একাংশ প্রশ্ন তোলে ও হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলাকারীদের দাবি, তাঁরা বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে শুনানি হলেও কোনও রায় দেয়নি হাইকোর্ট। রায়দান স্থগিত রাখা হয়েছে।

অপর একটি মামলা করেছিলেন সিভিক ভলান্টিয়ারদের একাংশ। সিভিক ভলান্টিয়াররা কনস্টেবল পদে আবেদন করতে পারেন। এই মামলায় তাঁদের দাবি ছিল, কত শতাংশ আসন সংরক্ষিত থাকবে, সেটা বেঁধে দেওয়া হোক। সেই মামলা এদিন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

Next Article