আসানসোল: অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের পুনরায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল বিশেষ সি বি আই আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। চলতি মাসের ১৫ তারিখ পরবর্তী শুনানের দিন ধার্য করা হয়েছে। আসানসোল আদালতের আইনজীবী দিনকারি ভ্যাস মারা যাওয়ার জন্য আইনজীবীরা শোকদিবস পালন করলেন। এদিন আইনজীবীরা কাজে অংশ নেননি। বিচারক পুনরায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
গরু পাচার মামলায় জামিন নাকচ হয়েছিল সায়গলের। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি তত্ত্বেই জামিন আটকে ছিল সায়গলের জামিনের আবেদন। গত ১৮ অগস্ট আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী দু’পক্ষের আইনজীবীর ঘন্টা খানেকের সওয়াল-জবাব করেন।
সায়গলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জামিনের পক্ষে সওয়াল করেন। আইনজীবী আবেদন করেছিলেন, বাড়িতে সায়গলের বৃদ্ধা মা রয়েছেন। রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড মেয়ে। কোনও পুরুষ নেই। তাঁর স্ত্রীকে একা সবকিছু করতে হচ্ছে। এক্ষেত্রে এই একই মামলায় ৩২ দিনের মাথায় জামিন পাওয়া বিএসএফের কমান্ডার সতীশ কুমারের প্রসঙ্গ আনেন।
আইনজীবীর বক্তব্য ছিল, ,সায়গলের ফোন পদ্ধতি মেনে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়নি। সেই সময় সিবিআইয়ের এই মামলার তদন্তকারী অফিসার সায়গলের ফোন ল্যাবে পরীক্ষার জন্য পাঠানোর কথা বলেন। তখন সায়গলের আইনজীবী তার বিরোধিতা করেন।
সায়গলের আইনজীবী চার্জশিটের কপি না পাওয়ায় বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তাতে বিচারক সিবিআইকে ৭ দিনের মধ্যে তা দেওয়ার নির্দেশ দেন।
আগেরবার আদালতে পেশের পর বিচারক তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। সায়গল জানিয়েছিলেন, তাঁর জ্বর হয়েছে, বুকে ইনফেকশন হয়েছিল। জেল কর্তৃপক্ষ তাকে আসানসোল জেলা হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিল। পরে জেলের তরফেও সায়গলের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়।