কলকাতা: ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ পথে নামবে কলকাতা-সহ গোটা বাংলা। পায়ে পায়ে সূচনা হবে শারদোত্সবের। কলকাতার পড়ে গেল ঢাকের কাঠি। উৎসবের আমেজ এখন শহর জুড়ে। জোড়াসাঁকো থেকে শুরু হবে মিছিল। শহরের সাতটি ওয়ার্ড ঘুরে মিছিল পৌঁছবে রেড রোডে। সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের একাধিক জায়গায় মিছিল রয়েছে। শহর জুড়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
জানা যাচ্ছে, জোড়াসাঁকোর স্টার্টিং পয়েন্ট, সেন্ট্রাল অ্যাভিনিউ ও রেড রোড – এই তিনটি জোনে ভাগ করা হয়েছে মূল পদযাত্রা। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। গোটা পদযাত্রার তত্ত্বাবধানে থাকছেন স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তী সেন।
এদিনের জন্য শহর জুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ৩০০০ জন পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে ২২ জন ডেপুটি কমিশনার, ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকছেন। থাকছে ৩টি ক্যুইক রেসপন্স টিম, ৯টি পিসিআর ভ্যান। গিরিশ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত থাকবে ৫৫টি পুলিশ পিকেট। তবে শহর কলকাতার পাশাপাশি রাজারহাট, নিউটাউন ও হাওড়া শহরের বিভিন্ন পুজো কমিটির সদস্যরাও কলকাতার মিছিলে অংশ নেবেন। যদিও এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরাও।
বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফুর্তি করুন। পুজো ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ধারদেনা করে টানা আনন্দ করুন। চাকরি বাকরি চাইবেন না। লেখাপড়া উঠে গেছে। মূর্খদের রাজ্য তৈরি হচ্ছে। বোম্বাগড়ের রাজার মতো। এটাই ওনার রেসিপি। লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এসব ভুলে থাকুন। এটাই ওঁর রাজনৈতিক কৌশল।”