AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: মাথার দাম ছিল ৫০ হাজার টাকা, বিজেপি কর্মী অভিজিৎকে খুনে পলাতক অরুণকে ধরল সিবিআই

CBI: একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন (২০২১ সালের ২ মে) খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বছর ত্রিশের ওই যুবককে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় অভিজিতের খুনের মামলার তদন্তে নামে সিবিআই।

CBI: মাথার দাম ছিল ৫০ হাজার টাকা, বিজেপি কর্মী অভিজিৎকে খুনে পলাতক অরুণকে ধরল সিবিআই
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 26, 2025 | 11:52 AM
Share

কলকাতা: চার বছরের বেশি পলাতক ছিলেন। অবশেষে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের মামলায় অরুণ দে নামে এক অভিযুক্তকে ধরল সিবিআই। উত্তর ২৪ পরগনা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অরুণকে ধরতে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল সিবিআই। ধৃত অরুণের বাড়ি নারকেলডাঙার গিরিশ বিদ্যা রতন লেনে।

একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন (২০২১ সালের ২ মে) খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বছর ত্রিশের ওই যুবককে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় অভিজিতের খুনের মামলার তদন্তে নামে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশেই রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অভিজিৎ সরকারকে খুনের মামলায় শিয়ালদহ এসিজেএম আদালত ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচজনকে অপরাধী ও পলাতক বলে ঘোষণা করে। এরপর পলাতক ওই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিবিআই। তাঁদের ধরতে পুরস্কারও ঘোষণা করে। মাথা পিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। সিবিআই জানায়, তথ্য দিয়ে পলাতক এই অভিযুক্ত ধরতে সাহায্য় করলে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

অরুণ দে ধরা পড়লেও এখনও অধরা বাকি চার অভিযুক্ত। তাঁদের নাম সুখদেও পোদ্দার ওরফে সুখা, গোপাল দাস ওরফে বিশাল পাল, বিশ্বজিৎ দাস ওরফে বোম্পা এবং অমিত। পলাতক এই চার অভিযুক্তের বাড়িও নারকেলডাঙা থানা এলাকায়। এই চার অভিযুক্ত ধরতে তথ্য দিলে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে সিবিআই জানিয়েছে।