সিবিআই-এর মুখোমুখি বসতে রাজি অভিষেকের শ্যালিকা, এখনও নিরুত্তর স্ত্রী

সুমন মহাপাত্র |

Feb 21, 2021 | 7:38 PM

এ দিন রুজিরা নারুলার (Rujira Narula) পর অভিষেকের (Abhishek Banerjee) শ্যালিকার হাইল্যান্ড পার্কের বাড়িতে নোটিস দেয় সিবিআই (CBI)।

সিবিআই-এর মুখোমুখি বসতে রাজি অভিষেকের শ্যালিকা, এখনও নিরুত্তর স্ত্রী
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: আগেই  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছে সিবিআই। বিকেলেই নোটিস পৌঁছেছিল অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের কাছেও। এ বার সেই নোটিসে অনুমতি দিয়ে সিবিআইয়ের সঙ্গে মুখোমুখি বসতে রাজি হলেন অভিষেকের শ্যালিকা। তিনি আগামিকাল সিবিআইর জিজ্ঞাসাবাদে রাজি হয়েছেন।

মূলত কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী ও শ্যালিকার বয়ান রেকর্ড করতে চেয়েই রুজিরাকে নোটিস দিয়েছে তদন্তকারী সংস্থা। অভিষেকের শ্যালিকার বাড়িতে নোটিস যাওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, অভিষেকের পরিবারের মাধ্যমে বিদেশে কোথাও টাকা গিয়েছে কি না তা খতিয়ে দেখতেই রুজিরা ও মেনকাকে নোটিস দিয়েছে সিবিআই।

এ দিন রুজিরা নারুলার পর অভিষেকের শ্যালিকার হাইল্যান্ড পার্কের বাড়িতে নোটিস দেয় সিবিআই। নোটিসে তাঁকে আগামিকাল অর্থাৎ সোমবার হাজিরার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা। তবে মেনকার কাছে নোটিস যাওয়া ইস্তক  সিবিআই নোটিসের কোনও উত্তর মেলেনি অভিষেকের স্ত্রীর তরফে। কিন্তু সিবিআই নোটিসের উত্তরে সম্মতি এল মেনকার কাছ থেকে।

সিবিআই আধিকারিকরা আগেই জানিয়েছেন বিনয় মিশ্রর কাছে টাকা পৌঁছে দিত অনুপ মাজি ওরফে লালা। এ বার সেই টাকা কোথায় যেত, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআই। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিশেষজ্ঞরা এ-ও বলছেন, এই ক্ষেত্রে সিবিআইর নোটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনায় সিবিআই মূলত ৩টি নোটিস দেয়। প্রথম নোটিসে গরহাজির থাকলে দ্বিতীয়, তারপর তৃতীয় নোটিস জারি হয়। এবং তদন্তে নোটিস প্রাপক সাহায্য করেছেন কি না তাও আদালতে জাাননো হয়। বিনয় মিশ্রর ক্ষেত্রে এই প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে পলাতক ঘোষণা করেছে সিবিআই।

স্ত্রীর কাছে নোটিস আসার পর টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আজ দুপুর দুটোয় সিবিআই আমার স্ত্রীকে নোটিস দিয়েছে। আইন শৃঙ্খলার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। সিবিআই যদি ভেবে থাকে এ সবে আমরা বিভ্রান্ত হব, ভয় পাব, তাহলে ভুল করছে। আমরা কোনও কিছুতেই অন্যায়ের কাছে মাথা নত করব না।”

টুইটে তিনি সিবিআইয়ের নোটিসের প্রতিলিপিও তুলে ধরেছেন। যেখানে লেখা রয়েছে, কলকাতা কেস নম্বর আর সি ০১০২০২০এ০০২২, ক্রিমিন্যাল প্রসিডিওর ১৯৭৩-এর তদন্ত করতে সিবিআই দল গিয়েছে। নোটিসে আজ বেলা ৩টের সময় রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই কেসের বিষয়ে তাঁর কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে বলে নোটিসে জানানো হয়েছিল।

আরও পড়ুন: স্ত্রী রুজিরাকে সিবিআই-এর নোটিস, প্রথম প্রতিক্রিয়া অভিষেকের

Next Article