কলকাতা: কয়লা পাচার মামলায় আপাত স্বস্তি পেয়েছে লালা (Coal Smuggler Lala)। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছিল, ৬ এপ্রিল পর্যন্ত অনুপ মাজি ওরফে লালাকে গ্রেফতার করা যাবে না। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একবার লালাকে হাজিরার নোটিস পাঠাল সিবিআই (CBI)। সূত্রের খবর, আগামী ৩০ মার্চ লালাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই লালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এই ব্যক্তির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু, লালা এখনও নিখোঁজ। তাঁকে গ্রেফতার করা যায়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের সুরক্ষাকবচ পাওয়ার পর এ বার দেখার লালা আদৌ তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হয় কিনা সেটাই দেখার। ৬ এপ্রিলের মধ্যে লালা যদি সিবিআই-র মুখোমুখি হয়ও, তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রক্ষাকবচের কারণে তাঁকে গ্রেফতার করা যাবে না।
ফলে এই প্রথম লালা হাজিরা দিলেও দিতে পারে, এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদি সে হাজিরা দেয় তবে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা, শুধু লালার দ্বারা এই কয়লাপাচার চক্র রাজ্যে গড়ে ওঠেনি। একাধিক প্রভাবশালীরাও যুক্ত ছিল এই চক্রে। ফলে হাজিরা দিলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সেই প্রভাবশালীদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে সিবিআই।
আরও পড়ুন: কয়লাকাণ্ড: আপাতত গ্রেফতার করা যাবে না লালাকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আশা, যেহেতু এতদিনে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়ে লালাকে নির্দেশ দিয়েছে তদন্তে সহযোগিতা করার, তাই এ বার বড় কোনও সূত্র পাওয়া যেতে পারে। প্রসঙ্গত, কয়লাকাণ্ডের মূলচক্রী লালা এখন গা ঢাকা দিয়ে রয়েছে। তবে ইডির হাতে রয়েছেন তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। তাঁকে জেরা করে ইডি জানতে পেরেছে, কয়লাপাচারের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার ব্যবসা চিল প্রায় ১৩০০ কোটি টাকার। প্রভাবশালীদের পিছনে ৭৩০ কোটি টাকা খরচ করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, এই ৭৩০ কোটি টাকা প্রভাবশালীদের হয়ে নিয়েছিল পলাতক অভিযুক্ত তৃণমূল যুব নেতা বিনয় মিশ্র ও তার ভাই বিকাশ মিশ্র।
আরও পড়ুন: লালার ব্যবসা ১৩০০ কোটির, বিকাশ মিশ্রকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য