চার্জশিটে বিনয় মিশ্রকে ‘পলাতক’ ঘোষণা সিবিআই-র, গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতে লালা

ঋদ্ধীশ দত্ত |

Feb 24, 2021 | 10:29 PM

কয়লাকাণ্ডের (Coal Scam) তদন্তে এ দিন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর (Binay Mishra) বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। সাপ্লিমেন্টরি চার্জশিটে বিনয় মিশ্রকে 'পলাতক' (Absconded) ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চার্জশিটে বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা সিবিআই-র, গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতে লালা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: কয়লাকাণ্ডের (Coal Scam) তদন্তে এ দিন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর (Binay Mishra) বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট জমা দেন সিবিআই-র আইনজীবী। সাপ্লিমেন্টরি চার্জশিটে বিনয় মিশ্রকে ‘পলাতক’ (Absconded) ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অনুমান, দুবাই বা বাংলাদেশ পালিয়ে গিয়ে থাকতে পারে বিনয় মিশ্র।

সিবিআই সূত্রে খবর, মামলার তদন্ত শুরু করার পর থেকে ওই দুই দেশে যাওয়া যাত্রীদের তালিকা খতিয়ে দেখা হয়েছে। সেখানে বিনয়ের নাম পাওয়া যায়নি। তদন্তকারী আধিকারিকদের অনুমান, সম্ভবত ভুয়ো নামে পাসপোর্ট বানিয়ে বিদেশে পালিয়েছে বিনয়। সিবিআই চার্জশিটে আরও জানিয়েছে, এনামুলের গরু পাচারের টাকা ভুয়ো কোম্পানির মাধ্যমে বিনয়ের কাছে গিয়েছিল। সেই টাকাই কি বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? এই প্রশ্নের খুঁজছেন তদন্তকারীরা।

ইতিমধ্যেই বিনয় মিশ্রের কলকাতার বাড়ি ও একাধিক অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করেছেন গোয়েন্দারা। হাজিরা দেওয়ার জন্য তাঁকে একাধিকবার তলব করা হলেও কোনও ডাকেই সাড়া দেয়নি বিনয়। তার পরই বিনয়ের বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটে তাঁকে ‘পলাতক’ বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ‘টাকার জন্য বউকে নিলামে তুলছে অভিষেক’ সৌমিত্রের মন্তব্যের জবাব দিলেন সুজাতাই

অন্যদিকে, সিবিআই তদন্তের বিরোধিতা করে গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কয়লাপাচার কাণ্ডের মূল অভিযুক্ত লালা। আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে। লালার আরেক সঙ্গী রত্নেশ তিওয়ারিও একই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

আরও পড়ুন: ভাঙড়ের আসনও আব্বাসকে ছাড়বে বামেরা, জোটের স্বার্থে বেনজির ‘নমনীয়তা’

Next Article