AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vice Chancellor: আচার্য বোসের আপত্তিতে থমকে গেল ওমপ্রকাশ-অর্ণবের নিয়োগ

Controversy over Vice Chancellor: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে ওমপ্রকাশ মিশ্রের নাম জানানো হয়। রাজ্যপালের আপত্তি এই দুটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়ে। অর্ণব সেন ও ওমপ্রকাশ মিশ্রকে দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের।

Vice Chancellor: আচার্য বোসের আপত্তিতে থমকে গেল ওমপ্রকাশ-অর্ণবের নিয়োগ
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ থমকে গেলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2025 | 6:14 PM
Share

কলকাতা: বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগে দুটি নামে তাঁর আপত্তি রয়েছে। আগেই জানিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগ নিয়ে সেই ২ জনের নাম ঘিরেই সুপ্রিম কোর্টেও অব্যাহত রইল রাজ্য-রাজ্যপাল সংঘাত। আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও আচার্যের আপত্তিতে বাদ পড়ল ২ জনের নাম।

২ দিন আগে রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হয়। গত ২ বছর এই বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই। ভারপ্রাপ্ত উপাচার্যরা দায়িত্ব সামলাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত সোমবার রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম চূড়ান্ত করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ ঘোষ দায়িত্ব পাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্য়ায়, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ ও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেবকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে ওমপ্রকাশ মিশ্রের নাম জানানো হয়। রাজ্যপালের আপত্তি শেষের দুটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়ে। অর্ণব সেন ও ওমপ্রকাশ মিশ্রকে দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের।

কিন্তু, ওমপ্রকাশের নাম নিয়ে কেন আপত্তি রাজ্যপালের? একসময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব সামলেছিলেন ওমপ্রকাশ। সেইসময় তাঁর বিরুদ্ধে জমি হস্তান্তরে দুর্নীতি, শিক্ষক ও কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বেনিয়ম-সহ একাধিক অভিযোগ ওঠে। তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল বোস। সেই তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়।

সুপ্রিম কোর্টে ওমপ্রকাশ মিশ্রের নিয়োগে আপত্তি জানান রাজ্যপাল। তাঁর আপত্তি রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে অর্ণব সেনের নাম নিয়ে। রাজ্যপালের আপত্তির জেরে সুপ্রিম কোর্ট আপাতত ওই দুটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম স্থগিত রেখেছে। বাকি ৬টি বিশ্ববিদ্যালয়েই অবশ্য যে ৬ জনের নাম ঠিক হয়েছে, তাঁরা উপাচার্য হচ্ছেন। ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। সেদিন এই দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নাম-সহ অন্য বিষয়ে শুনানি হবে।