কলকাতা: সকালেই শিয়ালদহ-বারুইপুর শাখায় তৈরি হয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রথমে ট্রেন বাতিল, তারপর ভিড়ে ঠাসা লোকাল থেকে পড়ে যান এক মহিলা, দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বারুইপুর সহ আশপাশের এলাকা। তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় সুভাষগ্রামে। সকাল সাড়ে সাতটা থেকে লাগাতার অবরোধের জেরে। একেবার পর এক ট্রেন বাতিল হয়ে যায়। বারুইপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ লাইনেও ট্রেন চলাচল স্তদ্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত সাড়ে এগারোটা নাগাদ জিআরপি আধিকারিকদের আশ্বাসে ট্রেন অবরোধ উঠে যায় সুভাষগ্রাম স্টেশন থেকে।
এদিকে এদিন অবরোধের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় মোট ৩৬টি লোকাল বাতিল করেছে রেল। ইতিমধ্যেই বিজ্ঞাপ্তি দিয়ে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। রেল বলছে, ট্রেন চলাচলে সবথেকে বেশি সমস্য়া হয়েছে সুভাষগ্রাম, সোনাপুর-বারুইপুর শাখা, শিয়ালদহ শাখায়। তার ফলে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লাইনে আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে যায় ট্রেন। একইসঙ্গে শিয়ালদহ-ডায়মন্ড হারবার সেকশন ও শিয়ালদহ-বারুইপুর সেকশনে আপ-ডাউন শাখায় দাঁড়িয়ে যায় ট্রেন।
শিয়ালদহ-বারুইপুর শাখায় বাতিল হয়েছে ডাউন 34622, 34612, 34614 লোকাল। আপ শাখায় বাতিল হয়েছে 34611, 34613 লোকাল। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় বাতিল হয়েছে ডাউন 34722 লোকাল। শিয়ালদহ-সোনাপুর শাখায় বাতিল ডাউন 34414 লোকাল। শিয়ালদহ-ক্যানিং শাখায় বাতিল ডাউন 34512 লোকাল। আপ 34519 লোকাল। শিয়ালদহ-বজবজ শাখায় বাতিল ডাউন 34116 লোকাল, আপ 34115 লোকাল।