CM Mamata Banerjee: ‘আগে একটা বালতি উলটাক, তারপর সরকার ফেলবে’, শুভেন্দুদের তোপ মমতার

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Jul 19, 2023 | 7:13 PM

CM Mamata Banerjee: এদিন ভোট সন্ত্রাসে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি।

CM Mamata Banerjee: ‘আগে একটা বালতি উলটাক, তারপর সরকার ফেলবে’, শুভেন্দুদের তোপ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: চব্বিশের লোকসভা ভোটে বিজেপি হারাতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। শুরু হয়ে গিয়েছে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ। একদিন আগেই বেঙ্গালুরুতে হয়ে গিয়েছে বিরোধীদের মেগা বৈঠক। আত্মপ্রকাশ করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলেপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা ‘INDIA’। তৃণমূল সুপ্রিমো মমতার বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি, বিরোধীদের এই এককাট্টা মনোভাব দেখেই কাল থেকেই ভয়ে থরথর করে কাঁপছে পদ্ম শিবির। এদিন এসএসকেএমে (SSKM Hospital) দাঁড়িয়ে এ কথা বলতে শোনা যায় তাঁকে। 

বিগত কয়েক সপ্তাহে পঞ্চায়েত ভোটের আবহে বেনজির হিংসার ছবি দেখা গিয়েছে বাংলায়। ঝরেছে রক্ত। এদিন ভোট সন্ত্রাসে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় একের পর এক তোপ দাগেন মমতা। এরইমধ্যে আবার ৫ মাসের মধ্যে রাজ্যে তৃণমূল সরকার ফেলার ‘গ্যারান্টি’ দিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একই সুর শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তাঁর কথাতে মিলেছে বিধায়কদের দলবদলের ইঙ্গিতও। তা নিয়ে এখন জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়।

যদিও এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এদিন পদ্ম শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, “ওদের বলুন আগে একটা বালতি ওল্টাতে। তারপর সরকার ফেলবে। খেয়ে দেয়ে কাজ নেই ওদের। কালকে থেকে তো ভয়ে থরথর করে কাঁপছে। INDIA উইল ফেস দ্য ব্যাটল।” প্রসঙ্গত, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে তৃণমূল ছাড়াও ছিল সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেসের মতো দলেরা। যদিও বাংলায় এরা প্রত্যেকে কট্টর তৃণমূল বিরোধী দলেও জাতীয় স্তরে বিজেপি বিরোধিতায় একযোগে হাত মিলিয়ে চলা এখন কতটা সম্ভব হয় সেটাই দেখার। 

Next Article