CM Mamata Banerjee: রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কোন অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মমতা?

CM Mamata Banerjee: সোমবার সন্ধে সাতটা নাগাদ কালীঘাটে মমতার বাড়িতে যান রাজ্যপাল লা গণেশন। প্রায় ৩৫ মিনিট মমতার বাড়িতে ছিলেন রাজ্যপাল।

CM Mamata Banerjee: রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কোন অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মমতা?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 9:51 PM

কলকাতা: বদলেছে রাজ্যের রাজ্যপাল। রাজ্য-রাজ্যপাল সংঘাত শব্দবন্ধও যেন আজ অতীত। বাংলা ছেড়ে বর্তমানে দেশের উপরাষ্ট্রপতির আসনে বসেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। ধনখড় চলে যাওযার পর বর্তমানে বাংলার রাজ্যপালের আসনে বসেছেন লা গনেশন। একদিন আগেই কালীপুজোতে (Kali Puja 2022) মমতার বাড়ি থেকে ঘুরেও আসেন তিনি। তখনই নিজের দাদার জন্মদিনে আসার জন্য মমতাকে আমান্ত্রণ জানান লা গনেশন।  সূত্র নিশ্চিত করছে রাজ্যপালের আবেদনে সাড়া দিতে চলেছেন মমতা। আর তাতেই নব রাজ্যপালের সঙ্গে রাজ্যের ‘সুসম্পর্ক’ ক্রমেই নতুন চর্চার বিষয় বয়ে উঠছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, আগামী ২ নভেম্বর চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন লা গনেশনের দাদার জন্মদিনের অনুষ্ঠানে। ফিরবেন ৩ নভেম্বর। এদিকে তামিলনাড়ু থেকে ফিরে পোস্তায় জগদ্ধাত্রী পুজোয় যোগ দেওয়ার কথা রয়েছে মমতার। ওই সপ্তাতেই রয়েছে আরও একাধিক কর্মসূচি। ৫ নভেম্বর নবান্ন সভা ঘরে ইস্টার্ন জোনাল বর্ডার সিকিউরিটি নিয়ে অমিত শাহের মিটিংয়ে উপস্থিত থাকারও কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, সোমবার সন্ধে সাতটা নাগাদ কালীঘাটে মমতার বাড়িতে যান রাজ্যপাল লা গণেশন।  প্রায় ৩৫ মিনিট মমতার বাড়িতে ছিলেন রাজ্যপাল। 

এদিকে রাজ্যপাল বাড়িতে যেতেই নিজেই তাঁকে অভ্যর্থনা জানান মমতা। ঘুরিয়ে দেখান গোটা বাড়ি। এদিকে এই প্রথম মমতার বাড়ি যান বাংলার নতুন রাজ্যপাল। কিন্তু, মমতার থাকার জায়গা দেখে বিস্মৃত হতে দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, মমতার ঘর দেখে রাজ্যপাল কার্যত তাঁর বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি। প্রশ্ন করে ফেলেন, ”রাজ্য তথা গোটা দেশের এমন হেভিওয়েট নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী… তাঁর থাকার ঘর এত ছোট?” সহজ কথায় এটা যেন কল্পনা করতেই পারেননি রাজ্যপাল। যা নিয়েও দিন দিনভর চর্চা চলে রাজনৈতিক মহলে। রাজ্যপাল তো এলেন। এবার তাঁর নিমন্ত্রণ রক্ষা করতে চেন্নাইয়ের পথে মুখ্যমন্ত্রী।