কলকাতা: ট্রেনে চেপে মাদ্রিদ থেকে বার্সেলোনা গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ট্রেনে চেপেই নয়, একেবারে দ্বিতীয় শ্রেণির কোচে সফর করেছেন তিনি। স্পেনে যিনি ভারতীয় রাষ্ট্রদূত, সেই দীনেশ পট্টনায়েক বারবার অনুরোধ করেছিলেন ফার্স্ট ক্লাসে সফর করার জন্য। রাজি হননি মমতা। দ্বিতীয় শ্রেণিতেই সফর করতে চান বলে জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। রবিবার মাদ্রিদের সময় অনুযায়ী বেলা ১২টায় স্থানীয় রেল স্টেশনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর সফরসঙ্গীরা। নির্ধারিত সময়ে ট্রেন স্টেশনে ঢুকতেই সকলকে নিয়ে ট্রেনে উঠে পড়েন তিনি। জেলা সফর হোক বা বিদেশ সফর, পাঁচজনের মধ্যে থেকে সময় কাটাতে ভালবাসেন মুখ্যমন্ত্রী। সকলের সঙ্গে এভাবে মিশে যাওয়াটাই তাঁর ইউএসপি। তাই বোধহয় সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রদূত, সফরসঙ্গী শিল্পপতিরা প্রথম শ্রেণিতে সফর করলেও সুপারফাস্ট ট্রেনের দ্বিতীয় শ্রেণিতে গেলেন মমতা।
১২ দিনের বিদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক শিল্প বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। বিদেশি অভ্যাগতদের সঙ্গেও সাক্ষাৎ করছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে লা লিগার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্বাক্ষরিত হয়েছে মউ। তারা বাংলায় অ্যাকাডেমি করছে। রিয়াল মাদ্রিদ ক্লাবেও গিয়েছেন।
মাদ্রিদ-বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিলেতের মাটিতে বারবার দেশের কথাই শোনা গিয়েছে তাঁর মুখে। খেলা থেকে শিক্ষা, বাণিজ্য থেকে বিনিয়োগ, মমতার এই বিদেশ সফর ঘিরে বিভিন্ন মহলে জোর চর্চা।