হাইকোর্টের খোঁচায় মামলা প্রত্যাহার করল শিশু সুরক্ষা অধিকার কমিশন

ওয়েবসাইটে কাজের কোনও তথ্যই নেই। জনস্বার্থ মামলার শুনানিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি রাজেশ বিন্দল।

হাইকোর্টের খোঁচায় মামলা প্রত্যাহার করল শিশু সুরক্ষা অধিকার কমিশন
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 23, 2021 | 3:24 PM

কলকাতা: আট দফার ভোটের জন্য ক্ষতি হয়েছে রাজ্যের বহু শিশুর। এমন দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল শিশু সুরক্ষা অধিকার কমিশন। কিন্তু হাইকোর্টে কমিশনকে ভর্ৎসনা করা হয়। এরপরই মামলা তুলে নিল কমিশন। শিশুদের প্রতি কী দায়িত্ব পালন করা হয়েছে? সেটাই কমিশনের কাছে জানতে চেয়েছিল হাইকোর্ট।

জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। এর আগে সেই মামলার শুনানিতে বিচারপতি বলেছিলেন, ‘যে মামলা বিচারাধীন আছে সেই সংক্রান্ত কোনও তথ্য আপনাদের কাছে নেই। আপনারা ওয়েবসাইটে কোন কোন শিশু কতটা ক্ষতিগ্রস্ত সেই সংক্রান্ত কোন তথ্য আপলোড করেননি। তখন কি আপনারা ঘুমোচ্ছিলেন?’ গত ১৬ জুন ছিল এই মামলার শুনানি। ভর্ৎসনার সুরে বিচারপতি আরও বলেছিলেন, ‘করোনার এই অতিমারির সময় আপনারা কী কাজ করেছেন তাদের জন্য? আপনাদের ওয়েবসাইটে তো আপনাদের কাজের কোনও প্রতিফলনই দেখা যাচ্ছে না। হঠাৎ করে এই বিষয় নিয়ে আপনারা তৎপর হয়ে উঠলেন কেন?’

আরও পড়ুন: মাল্য, মোদী, চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করে ৯,০০০ কোটি টাকা ফেরাল ইডি

জনস্বার্থ মামলায় বলা হয়েছিল, আট দফার ভোটের জন্য ক্ষতি হয়েছে রাজ্যের বহু শিশুর। করোনা আক্রান্ত শিশুদের কাছে সঠিক সময়ে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আর দাবির পরিপ্রেক্ষিতে শুনানিতে ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দল বলেন, ‘আপনাদের অভিযোগ, নির্বাচনের কারণে এ রাজ্যের শিশুরা করোনায় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যেখানে যেখানে ভোট ছিল না সেখানে শিশুদের এই দুরবস্থার কারণ কি?’ অর্থাৎ বিচারপতির দাবি করেন, নির্দিষ্ট এলাকায় ভোট মিটে যাওয়ার পর সেখানে তো পরিষেবা পৌঁছতে কোনও বাধা ছিল না। এরপরই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।