Dengue in Kolkata: ফুলহাতা ইউনিফর্ম পরে স্কুলে আসুক পড়ুয়ারা, মশার হাত থেকে বাঁচাতে শহরের স্কুলগুলিকে পরামর্শ কলকাতা পুরনিগমের

Dengue in Kolkata: ডেঙ্গির প্রকোপ বাড়লেও ম্যালেরিয়া গত বছরে তুলনায় ২৩ শতাংশ কম বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ২১০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।

Dengue in Kolkata: ফুলহাতা ইউনিফর্ম পরে স্কুলে আসুক পড়ুয়ারা, মশার হাত থেকে বাঁচাতে শহরের স্কুলগুলিকে পরামর্শ কলকাতা পুরনিগমের
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 12:04 AM

কলকাতা: বিগত কয়েক মাসে গোটা বাংলাতেই দাপট বেড়েছে ডেঙ্গির (Dengue in Kolkata)। হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। মৃতদের তালিকায় রয়েছে শিশুও। এরইমধ্যে মশার হাত থেকে রক্ষা পেতে স্কুলের ছাত্র-ছাত্রীদের ফুলহাতা ইউনিফর্ম পরার জন্য পরামর্শ দিচ্ছে কলকাতা পুরনিগম। সব স্কুলগুলিতে এ ব্যাপারে অ্যাডভাইজারি পাঠিয়ে দিচ্ছে পুরনিগম। সরকারি ও বেসরকারি সব স্কুলকেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এই নোটিস দিয়েছে কলকাতা পুরনিগম।

এদিকে বর্তমানে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৯০ জন। ডেঙ্গির প্রকোপ বাড়লেও ম্যালেরিয়া গত বছরে তুলনায় ২৩ শতাংশ কম বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ২১০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মশা নিধনে পুরসভার নির্দেশ না মানার জন্য এ পর্যন্ত ৬০০০ নোটিস পাঠানো হয়েছে। কেস হয়েছে ৯০টি। অন্যদিকে যাঁদের প্রয়োজন তাঁদের পুরসভা থেকে মশারি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে যে সমস্ত মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন কিন্তু বাড়িতে রয়েছেন তাঁদের নিয়মিত খোঁজ খবর রাখবে কলকাতা পৌরনিগম। ঠিক হয়েছে এমনটা। প্রয়োজনে হাসপাতালে ভর্তির পরামর্শ ও যাবতীয় সহায়তাও দেওয়া হবে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এই কাজ করবে কলকাতা পুরনিগম। ইতিমধ্যেই ডেঙ্গি দমনে রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে পুরনিগমের কর্তারা। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে চলছে বৈঠক। এরইমধ্যে স্কুল পড়ুয়াদের জন্য এল নয়া নির্দেশ।