Chinmoy Krishna Das’s lawyer: দুপুরে কুণালের সঙ্গে বৈঠক করেছিলেন, সন্ধ্যায় SSKM-এ ভর্তি চিন্ময় দাসের আইনজীবী

সৌরভ গুহ | Edited By: সঞ্জয় পাইকার

Dec 31, 2024 | 8:18 PM

Chinmoy Krishna Das's lawyer: কয়েকদিন আগে চিকিৎসার জন্য ভারতে এসেছেন বছর অষ্টআশির রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরে ছেলের বাড়িতে উঠেছেন। চিন্ময় দাসের জামিনের আবেদনের শুনানির জন্য ২ জানুয়ারির আগেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন প্রবীণ এই আইনজীবী।

Chinmoy Krishna Dass lawyer: দুপুরে কুণালের সঙ্গে বৈঠক করেছিলেন, সন্ধ্যায় SSKM-এ ভর্তি চিন্ময় দাসের আইনজীবী
এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে রবীন্দ্র ঘোষকে

Follow Us

কলকাতা: আগামী ২ জানুয়ারি বাংলাদেশে ধৃত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি রয়েছে। সেই শুনানিতে চিন্ময় দাসের হয়ে সওয়াল করার কথা তাঁর। তার আগে অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তি হলেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

কয়েকদিন আগে চিকিৎসার জন্য ভারতে এসেছেন বছর অষ্টআশির রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরে ছেলের বাড়িতে উঠেছেন। চিন্ময় দাসের জামিনের আবেদনের শুনানির জন্য ২ জানুয়ারির আগেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন প্রবীণ এই আইনজীবী।

গত কয়েকদিনে বাংলার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবীণ এই আইনজীবীর সঙ্গে দেখা করেছেন। এদিন ব্যারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। দীর্ঘক্ষণ প্রবীণ আইনজীবীর সঙ্গে বৈঠক হয় তৃণমূল নেতার।

এই খবরটিও পড়ুন

বৈঠকের পর কুণাল ঘোষ বলেছিলেন, “বাংলাদেশের বিষয় কেন্দ্রের ব্যাপার। রাজ্যের কিছুই করার নেই। তবে রাজ্য সাহায্য করতে রাজি আছে। বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে এসেছি। তাঁকে সাহায্য করতে এসেছি। উনি আমাকে চিঠি লিখেছিলেন। তাই এসেছি।”

কুণালের সঙ্গে বৈঠকের পর রবীন্দ্র ঘোষ বলেছিলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য কুণাল ঘোষকে অনুরোধ করেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করতাম।”

এরপর এদিন সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন রবীন্দ্র ঘোষ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি।

 

Next Article