কলকাতা: সঙ্গীত জগতে আলোড়ন ফেলে দিয়েছে সদ্য প্রকাশ পাওয়া ‘চিরাগ’। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে হু হু করে ভিউ বাড়ছে। দেশের সঙ্গীত শিল্পের দুনিয়ায় বহুল প্রশংসিত হচ্ছে ‘চিরাগ’। আর এই গানে কথা ও সুর দিয়েছেন বাংলার নবীন সঙ্গীতশিল্পী জয়া নাগ। কলকাতার জয়ার নতুন গান এখন ‘চিরাগ’ হয়ে জ্বলছে দেশের সঙ্গীত দুনিয়ায়। বর্তমানে মূলত বাংলা গান নিয়েই কাজ করছেন তিনি। কাজ করেছেন বাংলা ভাষার কথা ও সুর নিয়ে। তবে এবার বাংলায় বসেই জাতীয় স্তরের কাজ করে দেখালেন জয়া। তাঁর কথায় ও সুরে প্রথম হিন্দি গান ‘চিরাগ’ সদ্য প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ওম্যান ওয়ারিয়রের অনুপ্রেরণায়।
আনুষ্ঠানিকভাবে গানটির অডিয়ো প্রকাশ পায় গত ২৪ ফেব্রুয়ারি। আগ্রায় এক অভিজাত হোটেলে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ওম্যান ওয়ারিয়রের সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন গুণীজনদের উপস্থিতিতে প্রকাশ পায় এই গানটি। তারপর গত ৩০ মার্চ জয়া নাগের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তিনি। স্বরচিত এই হিন্দি গানের ভিডিয়োয় জয়াকে অবশ্য দেখা যায়নি, তবে গানটি তারপরও দুর্দান্ত সাফল্য পেয়েছে। জানা যাচ্ছে, কোনওরকম আর্টিফিশিয়াল বুস্টিং ছাড়াই গানটির ভিউ অর্গানিক্যালি ১০ হাজার ছাপিয়ে গিয়েছে। আগামীতে এই গানের ভিউ যে আরও বাড়বে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
সদ্য প্রকাশিত এই গানটির প্রসঙ্গে জয়া বলেন, পৃথিবীতে সবথেকে মূল্যবান সম্পদ যদি কিছু থেকে থাকে, তা হলেন ‘মা’। সকলের মা নিজের নিজের কাছে সবচেয়ে প্রিয়। তাই এই গানটি নিজের দুই মা এবং সঙ্গে জাতি-ধর্ম-বর্ণ-দেশ-কাল সবকিছু নির্বিশেষে সমস্ত ‘মা’দের জন্য উৎসর্গ করেছেন জয়া। গানটির সঙ্গীত আয়োজন করেছেন দেবাশিস গাঙ্গুলি। রেকর্ডিং হয়েছে গৌতম বসুর তত্ত্বাবধানে স্টুডিও ভাইব্রেশনে। মিক্সিং এবং মাস্টারিং করেছেন বব ফুকান এবং গানটির রেডিও পার্টনার ফিভার এফ এম। শুধু ‘চিরাগ’-এর সাফল্যতেই থেমে থাকছেন না জয়া, আগামী দিনে হিন্দি ভাষায় আরও দারুণ দারুণ কাজ করতে চলেছেন তিনি।
কলকাতা: সঙ্গীত জগতে আলোড়ন ফেলে দিয়েছে সদ্য প্রকাশ পাওয়া ‘চিরাগ’। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে হু হু করে ভিউ বাড়ছে। দেশের সঙ্গীত শিল্পের দুনিয়ায় বহুল প্রশংসিত হচ্ছে ‘চিরাগ’। আর এই গানে কথা ও সুর দিয়েছেন বাংলার নবীন সঙ্গীতশিল্পী জয়া নাগ। কলকাতার জয়ার নতুন গান এখন ‘চিরাগ’ হয়ে জ্বলছে দেশের সঙ্গীত দুনিয়ায়। বর্তমানে মূলত বাংলা গান নিয়েই কাজ করছেন তিনি। কাজ করেছেন বাংলা ভাষার কথা ও সুর নিয়ে। তবে এবার বাংলায় বসেই জাতীয় স্তরের কাজ করে দেখালেন জয়া। তাঁর কথায় ও সুরে প্রথম হিন্দি গান ‘চিরাগ’ সদ্য প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ওম্যান ওয়ারিয়রের অনুপ্রেরণায়।
আনুষ্ঠানিকভাবে গানটির অডিয়ো প্রকাশ পায় গত ২৪ ফেব্রুয়ারি। আগ্রায় এক অভিজাত হোটেলে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ওম্যান ওয়ারিয়রের সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন গুণীজনদের উপস্থিতিতে প্রকাশ পায় এই গানটি। তারপর গত ৩০ মার্চ জয়া নাগের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তিনি। স্বরচিত এই হিন্দি গানের ভিডিয়োয় জয়াকে অবশ্য দেখা যায়নি, তবে গানটি তারপরও দুর্দান্ত সাফল্য পেয়েছে। জানা যাচ্ছে, কোনওরকম আর্টিফিশিয়াল বুস্টিং ছাড়াই গানটির ভিউ অর্গানিক্যালি ১০ হাজার ছাপিয়ে গিয়েছে। আগামীতে এই গানের ভিউ যে আরও বাড়বে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
সদ্য প্রকাশিত এই গানটির প্রসঙ্গে জয়া বলেন, পৃথিবীতে সবথেকে মূল্যবান সম্পদ যদি কিছু থেকে থাকে, তা হলেন ‘মা’। সকলের মা নিজের নিজের কাছে সবচেয়ে প্রিয়। তাই এই গানটি নিজের দুই মা এবং সঙ্গে জাতি-ধর্ম-বর্ণ-দেশ-কাল সবকিছু নির্বিশেষে সমস্ত ‘মা’দের জন্য উৎসর্গ করেছেন জয়া। গানটির সঙ্গীত আয়োজন করেছেন দেবাশিস গাঙ্গুলি। রেকর্ডিং হয়েছে গৌতম বসুর তত্ত্বাবধানে স্টুডিও ভাইব্রেশনে। মিক্সিং এবং মাস্টারিং করেছেন বব ফুকান এবং গানটির রেডিও পার্টনার ফিভার এফ এম। শুধু ‘চিরাগ’-এর সাফল্যতেই থেমে থাকছেন না জয়া, আগামী দিনে হিন্দি ভাষায় আরও দারুণ দারুণ কাজ করতে চলেছেন তিনি।