কলকাতা: করোনা মহামারীর জেরে গত দু-বছর অন্যান্য উৎসবের মতো বড়দিন ও নববর্ষের উৎসবও ছিল ম্লান। দু’বছর পর এবার ফের বড়দিন উৎসবে মেতে উঠেছে কলকাতা সহ গোটা রাজ্য। আর এ বছরই প্রথম দক্ষিণ কলকাতায় আয়োজিত হল ক্রিসমাস কার্নিভ্যাল। স্থানীয় কাউন্সিল ক্রিষ্টিনা বিশ্বাসের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। আর এই ক্রিসমাস কার্নিভ্যালের অনুষ্ঠান থেকেই রাজ্যবাসীকে বুস্টার ডোজ নেওয়ার আবেদন জানালেন মেয়র।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার জোকা এলাকায় ১৪৩ নম্বর ওয়ার্ডে শুরু হল ক্রিসমাস কার্নিভ্যাল। এটি চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। এদিন ক্রিসমাস কার্নিভ্যালের সূচনায় ১ হাজার শিশুর হাতে বড়দিনের উপহার তুলে দেওয়া হয় ১৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্রিষ্টিনা বিশ্বাসের তরফে। শিশুদের আনন্দ দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। কাউন্সিলরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা। দক্ষিণ কলকাতায় এরকম ক্রিসমাস কার্নিভ্যালের আয়োজন এটাই প্রথম বলে জানিয়েছেন বেহালার দীর্ঘদিনের বাসিন্দা তাতা বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। এই কার্নিভ্যালের মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয়েরও বার্তা প্রেরিত হল বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
ইতিমধ্যে চিনের পাশাপাশি ভারতেও নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনা। এই পরিস্থিতিতে দক্ষিণ কলকাতায় প্রথমবার আয়োজিত ক্রিসমাস কার্নিভ্যালের আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রাজ্যে এখনও পর্যন্ত নতুন করে করোনার ঢেউ এসে পৌঁছয়নি। তবে এই ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই করোনা নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন কলকাতার মহানাগরিক। সকলকে বুস্টার ডোজ নেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, “এখনও পর্যন্ত আমাদের এখানে করোনার সেভাবে প্রকোপ আসেনি। তবে আবার করোনার ঢেউ এলে আমার মনে হয়, সকলে বুস্টার ডোজ নিলে এবং মাস্ক পরলে আমরা করোনাকে হারাতে পারব।”
প্রসঙ্গত, করোনা নিয়ে ইতিমধ্যে নয়া দিল্লি আগাম সর্তকতা জারি করলেও বিষয়টি নিয়ে এখনই উদ্বিগ্ন হতে নারাজ রাজ্য সরকার। গোটা বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নজরদারির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে এদিনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা আতঙ্ক এলেও উৎসব বাতিল হতে পারে না বলেই মত মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, “করোনা বলে কি আর উৎসব হবে না!” কোভিড এলেও নিয়ম মেনে গঙ্গাসাগর মেলাও হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গত বছর কবিতার সময় গঙ্গাসাগর মেলা হয়েছিল এবং সেটা হয়েছিল নিয়ম মেনে। এবারেও যদি করোনা আসে নিয়ম মেনেই গঙ্গাসাগর মেলা হবে।” এদিন রাজ্যবাসীকে বড়দিন ও নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।