কলকাতা : কল্যাণীর এইমস-এ নিয়োগ (Kalyani AIIMS Recruitment) দুর্নীতির তদন্তে আরও তৎপর সিআইডি (CID)। ওই মামলায় চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসুয়া ধর ঘোষকে নোটিস পাঠিয়েছে সিআইডি অফিসাররা। শুক্রবার তাঁকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। তবে অনুসূয়া চিঠি দিয়ে তদন্তকারীদের জানিয়ে দিয়েছেন তিনি আজ সিআইডির মুখোমুখি হবেন না। ১০ দিন সময় চেয়েছেন তিনি। অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রেয়ী দানাকেও নোটিস পাঠানো হয়েছে। আগামী সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠিয়েছেন সিআইডি অফিসাররা। এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে। বিধায়করা প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যেই এই অভিযোগের তদন্তে নেমে বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছিল তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এবার বিজেপি বিধায়কদের নাম জড়াল নিয়োগ সংক্রান্ত বেনিয়মের অভিযোগে। কল্যাণী এইমসে ডেটা এন্ট্রি পদে প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে নাম জড়াল বিজেপি বিধায়কের।
উল্লেখ্য, কল্যাণী এইমসের এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগটি প্রথম প্রকাশ্যে আসে গত ৬ মে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি ওই দিন একটি চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। ওই চিঠিতে বিজেপি নেতা জানিয়েছিলেন, দলের একাধিক নেতা ক্ষমতা আর প্রভাব খাটিয়ে পরিচিত অনেককেই চাকরি পাইয়ে দিয়েছেন। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির অভিযোগ, যাঁরা এই ভাবে প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন সেই তালিকায় রয়েছে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে, নদিয়ার চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ। শুধু তাই নয়, এর পাশাপাশি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও সাংসদ জগন্নাথ সরকারও প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছিল ওই চিঠিতে।
রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এবার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কল্যাণী এইমসে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তেড়ে ফুড়ে তদন্তে নেমেছে সিআইডি।