Vai Fota:‘ও দীর্ঘজীবি হোক, ওকে ছাড়া কলকাতার কথা ভাবতেই পারি না’, ভাইফোঁটায় ট্রামের কপালেও পড়ল ফোঁটা
Vai Fota: এদিনই ম্যানগ্রোভ অরণ্যে ফোঁটা দিয়েছেন সুন্দরবনের বোনেরা। যেভাবে দানার মতো বিধ্বংসী ঝড়ের হাত থেকে তাঁদের রক্ষা করছে ম্যানগ্রোভ তাই সেই কৃতজ্ঞতা থেকেই ম্যানগ্রোভকে ভাই হিসাবে বরণ করলেন বোনেরা। এবার খানিক একই ছবি কলকাতার বুকে।
কলকাতা: ঘনিয়ে এসেছে দিন। পাকাপাকিভাবে বন্ধের কথা উঠতেই প্রতিবাদে সরব হয়েছিলেন হাজার হাজার মানুষ। ২০১৫ সালেও কলকাতায় ২৫টি রুটে ট্রাম চলত। কিন্তু এখন তা কার্যতই হাতেগোনা। সরকারের যুক্তি, সামন্য কয়েকটা রুটে ট্রাম চালিয়ে বিপুল খরচ চালানো সম্ভব নয়। উল্টে যাত্রীও সেই অর্থে হয় না। কিন্তু, নাগরিক মহলের বড় অংশের মতে এইভাবে কোনওভাবেই কলকাতার ঐতিহ্যকে ইতিহাসের পাতায় পাঠিয়ে দেওয়া যায় না। এবার সেই ট্রামে পড়ল চন্দনের ফোঁটা। ভাইফোঁটার দিনে তাই ট্রাম বাঁচাতে উদ্যোগ ট্রামপ্রেমী নাগরিকদের। বিরল ঘটনার সাক্ষী শহর কলকাতা।
প্রসঙ্গত, এদিনই ম্যানগ্রোভ অরণ্যে ফোঁটা দিয়েছেন সুন্দরবনের বোনেরা। যেভাবে দানার মতো বিধ্বংসী ঝড়ের হাত থেকে তাঁদের রক্ষা করছে ম্যানগ্রোভ তাই সেই কৃতজ্ঞতা থেকেই ম্যানগ্রোভকে ভাই হিসাবে বরণ করলেন বোনেরা। এবার খানিক একই ছবি কলকাতার বুকে। সকাল সকাল ধর্মতলা ট্রাম ডিপোয় ট্রামে ফোঁটা দিলেন সহ নাগরিকরা। যদিও শেষ পর্যন্ত অবলুপ্তির পথে যাওয়া ট্রাম সহ নাগরিকদের আর্জিতে কি বাঁচবে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
তবে ট্রাম দীর্ঘজীব হোক, বলছেন কলকাতার বোনেরা। চন্দন-মিষ্টির থালা হাতে নিয়ে একজন বললেন, “আমরা ট্রামকে খুব ভালবাসি। তাই ট্রামের মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করেই আমরা ফোঁটা দিলাম আজ।” আর একজন বললেন, “আমাদের শরীরে যেমন প্রাণবায়ু আছে, তেমনই কলকাতার শরীরে প্রাণবায়ু, কলকাতার ঐতিহ্য এই ট্রাম। তাই এই ট্রাম ছাড়া তো কলকাতার কথা ভাবাই যায় না। তাই ভাইফোঁটার দিন ছোট ভাই ট্রামের দীর্ঘায়ু কামনা করতে আমরা একত্রিত হয়েছি।”