Civic Volunteer: এন্টালিতে মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢুকে ‘অভব্যতা’, গ্রেফতার সিভিক
Entally: ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকার শম্ভুবাবু লেনে। ধৃতের নাম সন্তোষলাল প্রসাদ। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়র মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢুকে যায়। এবং তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
কলকাতা: আরজি কর-কাণ্ডের পর থেকে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠছে সিভিক ভলান্টিয়রদের বিরুদ্ধে। কখনও তোলাবাজি, কখনও মহিলাদের নিগ্রহ। জেলাজুড়ে সম্প্রতি সেই খবর বারেবারে সামনে এসেছে। এবার খাস কলকাতায় প্রতিবেশী মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে নাম জড়াল সিভিক ভলান্টিয়রের।
ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকার শম্ভুবাবু লেনে। ধৃতের নাম সন্তোষলাল প্রসাদ। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়র মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢুকে যায়। এবং তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘিরে ধরেন অভিযুক্তকে। খবর যায় এন্টালি থানায়। পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।
উল্লেখ্য, কয়েকদিন আগে মালদহে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। কালীপুজোর দিন মহিলা একাই ছিলেন। সেই সময় ঘরে ঢুকে ধর্ষণ করে অভিযুক্ত বলে দাবি মহিলার। তাঁর চিৎকারে প্রতিবেশী, বাবা-মা ছুটে এলে পালিয়ে যান অভিযুক্ত। পরবর্তীতে নির্যাতিতা মালদহ পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ফলত, আরও একবার এ রাজ্যে সিভিক ভলান্টিয়রের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।