‘পর্যাপ্ত টিকা পাঠান’, ফের মোদীকে চিঠি দিলেন মমতা, ‘যথেষ্টই তো আছে’, বলছে কেন্দ্রের সূত্র

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 05, 2021 | 6:30 PM

মমতার কথা একটাই, ১১ কোটির জনসংখ্যার রাজ্য পশ্চিমবঙ্গ কেন অন্যান্য কম জনসংখ্যার রাজ্যের মতো একই অনুপাতে টিকা পাচ্ছে।

পর্যাপ্ত টিকা পাঠান, ফের মোদীকে চিঠি দিলেন মমতা, যথেষ্টই তো আছে, বলছে কেন্দ্রের সূত্র
অলংকরণ-অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: কেন্দ্রের পাঠানো টিকার সংখ্যায় মোটেও সন্তুষ্ট হতে পারছে না রাজ্য সরকার। বিষয়টি নিয়ে ফের একবার নিজের অসন্তোষের কথা জাহির করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা একটাই, ১১ কোটির জনসংখ্যার রাজ্য পশ্চিমবঙ্গ কেন অন্যান্য কম জনসংখ্যার রাজ্যের মতো একই অনুপাতে টিকা পাচ্ছে। নিজের সওয়ালের সওয়ালের রাজ্যের টিকাকরণের হার এবং ভ্যাকসিন প্রায় নষ্ট না হওয়ার মতো তথ্য তুলে ধরেছেন তিনি। যদিও কেন্দ্রীয় সূত্র অন্য দাবি করছে। কেন্দ্রের এক বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ ভ্যাকসিন এখন মজুত রয়েছে পশ্চিমবঙ্গেই।

নবান্ন সূত্রে খবর, দিল্লি সফরে প্রধানমন্ত্রীকে জানিয়ে আসার পরও রাজ্যে ভ্যাকসিন সরবরাহে খুব একটা গতি বাড়ায়নি কেন্দ্র। ফলে ভ্যাকসিনের আকাল দেখা না দিলেও বর্তমানে যে পরিমাণ টিকা আসছে তা কখনই পর্যাপ্ত নয়। এই নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা। পাশাপাশি সাংবাদিক বৈঠকে বলেন, “গুজরাট আমাদের থেকে ছোট রাজ্য। ওদের জনসংখ্যা ৪ কোটি। টিকা পেয়েছে ২ কোটি ২৮ লক্ষ। সেখানে আমাদের রাজ্যের জনসংখ্যা ১১ কোটি। টিকা পেয়েছি আমরা এক কোটি ৯৩ লাখ। উত্তরপ্রদেশ, কর্নাটক অনেক বেশি পেয়েছে। কেন্দ্রীয় সরকার আমাদের টিকা না পাঠালে আমরা দেব কোথা থেকে? যে যা পাচ্ছে পাক, তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমাদের রাজ্যের যা জনসংখ্যা, তাতে আমাদের আরও বেশি টিকা পাওয়া উচিত ছিল।”

জনগণের উদ্দেশে তাঁর বার্তা, “টিকা সবাই পাবেন। আপনারা একটু ধৈর্য ধরুন। কেন্দ্র না দিলে কী ভাবে দেব আমরা। আমরা তো টিকা বাজার থেকে কিনেছিলাম। এখন সেটাও বন্ধ করে দিয়েছে। ধৈর্য হারাবেন না। সবাইকে টিকা দেওয়া হবে। আগে থেকে না জেনে কেউ ভিড় করবেন না।”

অবশ্য মমতা এ দিন প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর পরই নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ সূত্র দাবি করে, পশ্চিমবঙ্গে এখনও যথেষ্ট পরিমাণ টিকা মজুদ রয়েছে। সংখ্যাটা অন্তত ৫২ লক্ষ ডোজ়ের কাছাকাছি বলে দাবি সংশ্লিষ্ট সূত্রর। রাজ্য যদিও সেটা মানতে নারাজ। তবে কেন্দ্রীয় সূত্র জানাচ্ছে, দেশে এই মুহূর্তে সর্বাধিক টিকা মজুত রয়েছে মহারাষ্ট্রে। যা একটি অবিজেপি রাজ্য। দ্বিতীয় সর্বোচ্চ টিকার ভাঁড়ারই রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে বলে দাবি। আরও পড়ুন: ‘দুয়ারে নর্দমার জল প্রকল্পের জন্য দায়ী অপদার্থ মুখ্যমন্ত্রী’, নমোকে চিঠি শুভেন্দুর

Next Article