Kasba: অভিষেকের পর এবার সুশান্তর কাছে ফোন গেল মমতার, কী কথা হল?

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2024 | 10:39 PM

Kasba:সূত্রের খবর, সরকারি জমি দখল রুখতে গিয়েই কি এই ঘটনা, জানতে চান তৃণমূল সুপ্রিমো। এলাকার জমি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানান সুশান্ত ঘোষ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সুশান্ত ঘোষকে জানান, সরকারি জমিগুলিতে দ্রুত বোর্ড লাগিয়ে দেওয়ার জন্য। পুলিশের তরফে যাতে এই জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারটাও তিনি দেখবেন।

Kasba: অভিষেকের পর এবার সুশান্তর কাছে ফোন গেল মমতার, কী কথা হল?
সুশান্ত ঘোষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কসবা-কাণ্ডে আগেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সঙ্গে ফোনে কথা বললেন সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ফোন করে সুশান্ত ঘোষের কাছ থেকে কসবা এলাকার পরিস্থিতি জানতে চেয়েছেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, সরকারি জমি দখল রুখতে গিয়েই কি এই ঘটনা, জানতে চান তৃণমূল সুপ্রিমো। এলাকার জমি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানান সুশান্ত ঘোষ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সুশান্ত ঘোষকে জানান, সরকারি জমিগুলিতে দ্রুত বোর্ড লাগিয়ে দেওয়ার জন্য। পুলিশের তরফে যাতে এই জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারটাও তিনি দেখবেন।

প্রসঙ্গত, কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলাকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহল। হামলার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যায়, নিজের বাড়ির সামনে বসে রয়েছেন তৃণমূল কাউন্সিলর। মোটরবাইক থেকে নেমেই এক যুবক সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু, বন্দুক লক হয়ে যাওয়ায় গুলি চলেনি। এরপর মোটরবাইকে চেপে পালানোর চেষ্টা করলে সুশান্তর সঙ্গে থাকা একজন ওই দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেন। একজন মোটরবাইক নিয়ে পালালেও অন্যজন ধরা পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন তিনজন।

Next Article