CM Mamata Banerjee: ভবানীপুর জোড়া খুনের নেপথ্যে কী পরিচিতরাই? পুলিশ কমিশনারকে পাশে নিয়ে কী বললেন মমতা?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 08, 2022 | 5:25 PM

CM Mamata Banerjee: এদিন মমতার সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে এ খুনের নেপথ্যে পরিচিতদেরই হাত আছে বলে প্রথামিক তদন্তে অনুমান করেছিল পুলিশ। এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই আকারে ইঙ্গিতে সে কথাই বললেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

CM Mamata Banerjee: ভবানীপুর জোড়া খুনের নেপথ্যে কী পরিচিতরাই? পুলিশ কমিশনারকে পাশে নিয়ে কী বললেন মমতা?
ছবি - পুলিশ কমিশনারকে পাশে নিয়ে কী বললেন মমতা?

Follow Us

কলকাতা: ভবানীপুরে (bhawanipur ) জোড়া খুন নিয়ে বিগত দু-দিন ধরেই বিস্তর চাপান-উতর চলছে কলকাতার প্রশাসনিক মহলে। এদিকে খুনের ঘটনা সামনে আসার পর পুলিশ জোরকদমে তদন্ত শুরু করলেও নেপথ্যে কে বা কারা রয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এবার সেই মৃত দম্পতির বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য। এদিকে মমতাকে দেখেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মৃত দম্পতির ২ মেয়েকে। ২ জনের সঙ্গেই দীর্ঘক্ষণ কথাও বলেন মমতা। অন্যদিকে এদিন মমতার সঙ্গে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে এ খুনের নেপথ্যে পরিচিতদেরই হাত আছে বলে প্রথামিক তদন্তে অনুমান করেছিল পুলিশ। এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সে কথাই বললেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল(Police Commissioner Binit Goyel)। মমতার মুখেও শোনা যায় সেই কথা। তবে এদিন ভাবনীপুরের কেতুগ্রামের তরুণীর মর্মান্তিক পরিণতি নিয়েও মুখ খুলতে দেখা যায় মমতাতে। 

তবে ভবানীপুর কাণ্ডের তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেন, “মুখ্যমন্ত্রী যেমন বললেন এ ঘটনায় পরিচিত লোকেরা জড়িত থাকতে পারে। আমাদেরও সেরকমই মত। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে পারব। কয়েকজনকে আমরা সন্দেহ করছি। যথাযথ প্রমাণের ভিত্তিতে আমরা দ্রুত আততায়ীদের গ্রেফতার করতে পারব। তবে এর থেকে আর বেশি কিছু বলা সম্ভব হবে না”। অন্যদিকে বিনীত গোয়েলের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, “তদন্ত চলাকালীন পুলিশ এর থেকে বেশি কিছু বলবে না। কারণ তদন্তের স্বার্থেই সব তথ্য সামনে আনা যায় না। তথ্য থাকলেও তদন্তের কিছু প্রসেস থাকে। যতক্ষণ না পর্যন্ত গোটা প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ সব তথ্য সামনে আনা যায় না। আর আমি তো কিছু বলতেই পারব না। কারণ পুলিশ তদন্ত করছে। আমি নয়। তবে যেদিন এ ঘটনা ঘটে সেদিন রাতেও আমি এই দম্পতির ছোট মেয়ের সঙ্গে কথা বলেছি। পুলিশ কমিশনারের সঙ্গ আমার রোজই ১৫ থেকে ২০ বার কথা হচ্ছে এ ঘটনা নিয়ে”।

অন্যদিকে, ভবানীপুরে বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ কেন বিকল তা নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায় মমতাকে। কটাক্ষবাণ শানিয়ে মমতা বলেন, “অযথা উস্কাবেন না। আপনি কোন টিভি চ্যানেলের তা তো দেখতে পাচ্ছি। আপনারা খুব উস্কাছেন। এলাকাকে শান্ত থাকতে দিন। এলাকাকে উত্তেজিত করার কোনও অধিকার আপনার নেই”।

Next Article