CM Mamata Banerjee: ‘আপনি নিরামিষাশী না আমিষ খান? কেউ জিজ্ঞাসা করে না বাংলায়’, কালীপুজোর উদ্বোধন করে বললেন মমতা
CM Mamata Banerjee: সোমবার কলকাতায় পাঁচটি কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইন্ডিয়া ক্লাব, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব এবং ভেনাস ক্লাবের কালীপুজোর এদিন উদ্বোধন করেন মমতা।
সৌরভ গুহ
কলকাতা: বাংলাকে নিজের চোখে দেখুন। বাংলাকে ভালবাসুন। নিজের ঘর হিসেবে দেখুন। আপনি কোন জাতের, কোন রাজ্য থেকে এসেছেন, আপনি নিরামিষাশী না আমিষ খান, এটা কেউ জিজ্ঞাসা করে না বাংলায়। কালীপুজোর উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার কলকাতায় পাঁচটি কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইন্ডিয়া ক্লাব, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব এবং ভেনাস ক্লাবের কালীপুজোর এদিন উদ্বোধন করেন মমতা। শেক্সপিয়র সরণিতে ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করার পর বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ভোটের সময় অনেকেই বাঙালি ও অবাঙালির মধ্যে ভাগাভাগির চেষ্টা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “এই এলাকায় অনেক বহুতল রয়েছে। আমার খারাপ লাগে, ভোটের সময় কেউ কেউ বাঙালি, অবাঙালি করে দেয়। এটা করবেন না দয়া করে।” এরপরই তিনি বলেন, “আপনি কোন জাতের, কোন রাজ্য থেকে এসেছেন, আপনি নিরামিষাশী না আমিষ খান, এটা কেউ জিজ্ঞাসা করে না বাংলায়। এটাই বাংলার গর্ব।” এই এলাকায় তাঁর বিধানসভা এলাকার মধ্যে পড়ে জানিয়ে মমতা বলেন, “এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। কিন্তু, লোকসভায় বুথের ফলাফলে দেখেছি, ৯০০ থাকলে একটা ভোট পেয়েছি। কাউন্সিলর আমাদের, বিধায়ক , সাংসদ আমাদের। আমার সব রাজ্যে যাওয়ার সুযোগ হয়েছে। দক্ষিণ ভারতীয় ছাড়া সব রাজ্যের ভাষা বুঝতে পারি। বলতে পারি। আমাকে ভুল বুঝবেন না। আমরা সকলে মিলে এখানে থাকি।”
এদিন ইন্ডিয়া ক্লাবের কালীপুজোর উদ্বোধনে গিয়ে ধামসা বাজান মুখ্যমন্ত্রী। কালীপুজোয় বাজি ফাটানো নিয়েও সকলকে সতর্ক করেন। তিনি বলেন, পরিবেশবান্ধব বাজি ফাটাবেন। এমনভাবে বাজি ফাটাবেন যাতে কারও অসুবিধা না হয়।