Mamata Banerjee: হাতে পুজোর ফুল, মমতার ছবি; মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় কালীঘাটে ভিড়

Mamata Banerjee: এক অনুগামী হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পুজোর ফুল নিয়ে দাঁড়িয়ে শুক্রবার সকাল থেকে। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লেগেছে। রাত থেকেই আমরা উদ্বিগ্ন ছিলাম। সকাল সকাল মায়ের কাছে মায়ের জন্যই পুজো দিতে এসেছিলাম। একটাই কামনা, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। গোটা বাংলা ওনার অপেক্ষায়।"

Mamata Banerjee: হাতে পুজোর ফুল, মমতার ছবি; মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় কালীঘাটে ভিড়
হাতে মমতার ছবি, পুজোর ফুল নিয়ে হাজির অনুগামীরা।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 11:52 AM

কলকাতা: বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে যায় বৃহস্পতিবার। মাথায় সেলাই পড়ে তাঁর। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় জেলায় জেলায় দলীয় নেতা কর্মীরা পুজো দিচ্ছেন। কলকাতায়ও কালীঘাটে তাঁর বাড়ির সামনে ভিড়। কালীঘাটে পুজো দিয়ে ফুল, প্রসাদ নিয়ে হাজির তাঁর অনুগামীরা।

এক অনুগামী হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পুজোর ফুল নিয়ে দাঁড়িয়ে শুক্রবার সকাল থেকে। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লেগেছে। রাত থেকেই আমরা উদ্বিগ্ন ছিলাম। সকাল সকাল মায়ের কাছে মায়ের জন্যই পুজো দিতে এসেছিলাম। একটাই কামনা, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। গোটা বাংলা ওনার অপেক্ষায়।”

বৃহস্পতিবার সন্ধ্য়ায় হঠাৎই খবর আসে এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও কারণ স্পষ্ট হয়নি। কিছু পরেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে তিনটি ছবি পোস্ট করা হয়। সে ছবি দেখে আঁতকে ওঠে গোটা বাংলা। হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল কাটা। সেখান থেকে রক্ত গড়িয়ে নাক বেয়ে গাল চুইয়ে পড়েছে। এরপর থেকে প্রতিটা মুহূর্ত উদ্বেগ, উৎকণ্ঠায় কেটেছে তাঁর অনুগামীদের। যে যেখান থেকে পেরেছেন, এসএসকেএমের সামনে এসে হাজির। পরিবারের লোকজনকেও দেখা গিয়েছে সেখানে।

পরে জানা যায়, বাড়িতে পড়ে গিয়েছিলেন তিনি। তাতেই মাথায় আঘাত লাগে। এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই জানিয়েছিলেন, পিছন থেকে ঠেলার অনুভূতির কথা হাসপাতালকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বলেন, ‘This is a sensation of push from behind’। আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী। বাড়িতেই তাঁকে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে আজ সকাল থেকে জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পুজো করছেন তাঁর অনুগামীরা। বিধাননগরের দত্তাবাদ, কাঁথির ভবতারিণী মন্দির, ডায়মন্ড হারবার সর্বত্র এক ছবি।