‘আমরা না লড়াই করলে এ টুকু টাকাও পেতেন না’, বাংলার কৃষকদের চিঠি লিখলেন মমতা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 09, 2021 | 3:00 PM

CM Mamata Banerjee: 'আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু পাচ্ছেন অনেক কম', প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি সম্পর্কে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমরা না লড়াই করলে এ টুকু টাকাও পেতেন না, বাংলার কৃষকদের চিঠি লিখলেন মমতা
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস

Follow Us

প্রদীপ্তকান্তি ঘোষ: বাংলার কৃষকদের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কিসান নিধির টাকা তাঁরই লড়াইয়ে বাংলার কৃষকরা পাচ্ছেন বলে, সেই চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘দীর্ঘ টালবাহানা ও নানা অজুহাত দেখিয়ে দিল্লির সরকার প্রধানমন্ত্রী কিসান নিধি সম্মান প্রকল্পের টাকা দিচ্ছিল না।… আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু পাচ্ছেন অনেক কম। এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম।’ প্রসঙ্গত, সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় এলেন বাংলার প্রায় ২৬ লক্ষ কৃষক।

গত ৭ অগস্ট একটি চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের পাঠিয়েছেন। যা প্রকাশ্যে এসেছে সোমবারই। যেখানে লেখা হয়েছে, ‘আপনারা জানেন এ রাজ্যের সব কৃষকদের জন্য আমরা ২০১৮ সালে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় কৃষকবন্ধু প্রকল্প চালু করেছি। যা সারা দেশের মডেল। এর পরই ২০১৯ সালে চালু হয়েছিল PM-Kisan প্রকল্প। তুল্যমূল্য বিচারে আমাদের কৃষকবন্ধু প্রকল্পের সুযোগ-সুবিধা অনেক বেশি। এতে বর্গাদার/ভাগচাষীরাও অন্তর্ভূক্ত হয়েছেন।’

কোনও কৃষকের নিজের জমি না থাকলেও ‘সেল্ফ ডিক্লেয়ারেশন’ দিয়ে কৃষকরা কৃষকবন্ধু পাচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি লেখেন, ‘আমার অঙ্গীকার অনুযায়ী কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করা হয়েছে। যা আগের মতোই দুই কিস্তিতে পাওয়া যাবে।’

এরপরই কেন্দ্রের পিএম কিসান নিধি প্রকল্পের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কিসান সম্মান নিধি প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করার জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় যা কাজ তা যথা সময়েই করা হয়েছে। আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু পাচ্ছেন অনেক কম। এও পেতেন না আমরা না লড়াই করলে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্যও আমরা লড়াই করব।’

প্রসঙ্গত, পিএম-কিসান যোজনা প্রকল্পে প্রতি তিন মাস অন্তরই আবেদনকারী কৃষকরদের ২ হাজার টাকা করে পাঠানো হয় কেন্দ্রের তরফে। কেন্দ্রের তরফে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই এই টাকা পাঠানো হয়। এখনও অবধি মোট ১.৩৮ লক্ষ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। আরও পড়ুন: ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে কিসান সম্মান নিধির টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী, বাদ পড়ছে না রাজ্যও!

Next Article