Mamata on Bangladesh: ‘বাংলার দরজায় কড়া নাড়লে সাহায্য করব’, বাংলাদেশি শরণার্থীদের বড় বার্তা মমতার

Jul 21, 2024 | 2:35 PM

Mamata on Bangladesh: এদিকে মমতা যখন মঞ্চে এ কথা বলছেন তখন বাংলাদেশ থেকে এল বড় খবর। জানা যায়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের সংরক্ষণ পুনর্বহালের রায়কে বাতিল করে দেওয়া হয়। আপিল বিভাগের তরফে বলা হয়েছে, "এবার থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশ সংরক্ষিত থাকবে।”

Mamata on Bangladesh: ‘বাংলার দরজায় কড়া নাড়লে সাহায্য করব’, বাংলাদেশি শরণার্থীদের বড় বার্তা মমতার
আর কী বললেন মমতা?
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ঝরেছে রক্ত, গিয়েছে একের পর এক প্রাণ। গোটা দেশে জারি কার্ফু। বিগত কয়েকদিন ধরে ছাত্র-যুবর কোটা বিরোধী আন্দোলের কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওপার বাংলা। এবার একুশের মঞ্চেও মমতার মুখে শোনা গেল বাংলাদেশের প্রসঙ্গত। দিলেন সাহায্যের বার্তা। সাফ বললেন, অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে, সাহায্য করব’। এদিন একুশের মঞ্চে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলতে বলতেই মমতাকে বলতে শোনা যায়, “বাংলাদেশে যদি আপনাদের কোনও পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব।”

তবে খাতায় কলমে তিনি কোনও বিবৃতি বা অফিসিয়াল কথা যে বাংলাদেশ নিয়ে বলতে পারেন না সে কথা নিজেই মনে করার মমতা। সাফ বলেন, “আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে তাহলে আমরা তাঁদের আশ্রয় নিশ্চয় দেব। কারণ ইউনাইটেড নেশনসের রেজলিউশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে।”

টানেন অসমের প্রসঙ্গও। বলেন, “যেমন অসমে একটা গন্ডগোল হয়েছিল। আলিপুরদুয়ারে তাঁরা দীর্ঘদিন ছিলেন। আমিও গিয়েছিলাম তাঁদের সঙ্গে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনাতে না যাই, কোনও উত্তেজনাতে না যাই। ছাত্রছাত্রীদের তাজা প্রাণগুলি চলে যাচ্ছে। যারই রক্ত ঝরুক, তাঁদের জন্য আমাদের দুঃখ, সবমর্মিতা আছে। আমরাও খবর রাখছি।” 

এদিকে মমতা যখন মঞ্চে এ কথা বলছেন তখন বাংলাদেশ থেকে এল বড় খবর। জানা যায়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের সংরক্ষণ পুনর্বহালের রায়কে বাতিল করে দেওয়া হয়। আপিল বিভাগের তরফে বলা হয়েছে, “এবার থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশ সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য।” তাই স্বভাবতই এই রায় আদপে কোটা বিরোধী আন্দোলনকারীদের জয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। 

Next Article