West Bengal Weather Update: মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে, আগামী কয়েকদিনের জন্যও বিশেষ পূর্বাভাস

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 05, 2023 | 9:54 AM

West Bengal Weather Update: এককথায় হাড়-কাঁপুনি শীত অনুভূত হচ্ছে শরীরে। হাওয়া অফিস বলছে, চলতি মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার অর্থাৎ আজ।

West Bengal Weather Update: মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে, আগামী কয়েকদিনের জন্যও বিশেষ পূর্বাভাস
মরশুমের শীতলতম দিন (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: দ্রুত নামছে বঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস আগেই এই পূর্বাভাস দিয়েছিল। সেই মতোই ক্রমশ নিম্নমুখী হচ্ছে রাজ্যের তাপমাত্রার পারদ। ডিসেম্বরের শেষ থেকেই এই শীতের কোপ টের পাচ্ছেন রাজ্যবাসী। ভোরের দিকে কুয়াশায় বেরনো রীতিমত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এককথায় হাড়-কাঁপুনি শীত অনুভূত হচ্ছে শরীরে। হাওয়া অফিস বলছে, চলতি মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার অর্থাৎ আজ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। জেলাগুলির ক্ষেত্রেও পারদপতন হয়েছে।এছাড়া অন্যান্য জেলাগুলিতেও প্রায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেড়েছে ঠান্ডার কামড়। আর উত্তরে হাওয়ার হাত ধরেই রাজ্যে কমেছে তাপমাত্রা এমনটাই মনে করছে হাওয়া অফিস।

তবে এখনই কমছে না শীতের দাপট। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলেও পূর্বাভাস রয়েছে।  হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকবে। পরে হবে রৌদ্রজ্জ্বল দিন। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

অপরদিকে, আগামী দুই-তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সকালের দিকে কুয়াশার চাদর দেখা যাবে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি খানিক দেরিতে চলার সম্ভাবনা থাকছে। এদিকে জাকিয়ে নেমছে ডুয়ার্সেও। তাপমাত্রা পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। ঠান্ডায় রীতিমত  জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর। ঘন কুয়াশায় ঢেকেছে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। শুধু কুয়াশা নয় দোসর হয়েছে শীতল বাতাস। ঠান্ডা থেকে বাঁচতে মানুষ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া নিচ্ছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সামান্য দূরে থাকা বস্তুকে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। যার ফলে সমস্ত গাড়ি মোটর বাইক গুলিকে লাইট জ্বালিয়েও সকাল বেলা চলতে হচ্ছে সড়কে।

জেলায় কোথায় কত তাপমাত্রা?
বর্ধমান ৮.৬
শ্রীনিকেতন ৯.৪
জলপাইগুড়ি ১০.০
বহরমপুর ১০.২
বাঁকুড়া ১১.৩
দমদম ১১.৮
সল্টলেক ১২.৫
আলিপুর ১২.৭

 

Next Article