SIR: ভুল তথ্য ঠিক করতে এবার অ্যাপে এডিট অপশন দিয়েছে কমিশন, দাবি BLO-দের
SIR In West Bengal: ভোটকর্মী ঐক্যমঞ্চের স্বপন মণ্ডল বলেন, "কিছু কিছু ক্ষেত্রে তো অনিচ্ছাকৃত ভুলও হয়ে যায়, ডেটা এন্ট্রি করতে গেলেও ভুল হয়ে যায়। সবাই তো অনলাইনে সড়গড় নন। আজকে দেখলাম BLO অ্যাপে এডিট অপশনটা দেওয়া হয়েছে। নাম রিভেরিফাই অপশন। তাতে যদি কোনও বিএলও চাপে পড়ে ভুল তথ্য আপলোড করেও থাকেন, পরে তা ঠিক করতে পারবেন।

কলকাতা: SIR-এর ভুল তথ্য আপলোড হলে সংশোধন করতে পারবেন BLO-রা। এবার তাঁদের দাবি মেনেই অ্যাপে এডিট অপশন দিয়েছে কমিশন। এমনটাই দাবি BLO-দের। অভিযোগ উঠছিল, শাসকদলের বিএলএ-দের চাপে ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন বিএলও-রা। CEO-র কাছে অভিযোগ জানান বিএলও-রা। অনেক ক্ষেত্রেই চাপে পড়ে ভুল তথ্য আপলোড হয়েছে, মানছেন বিএলও-রাই। এবার গোটা বিষয়টি তাঁরা কমিশনের নজরে আনেন। তারপর বিএলও-দের দাবি, তাঁদের বক্তব্য শোনার পরই কমিশন এডিট অপশন দেয়। তাতে তথ্য ঠিক করতে পারবেন বিএলও-রা। অর্থাৎ বাড়িতে বসেই তাঁরা সঠিক তথ্য আপলোড করতে পারবেন।
ভোটকর্মী ঐক্যমঞ্চের স্বপন মণ্ডল বলেন, “কিছু কিছু ক্ষেত্রে তো অনিচ্ছাকৃত ভুলও হয়ে যায়, ডেটা এন্ট্রি করতে গেলেও ভুল হয়ে যায়। সবাই তো অনলাইনে সড়গড় নন। আজকে দেখলাম BLO অ্যাপে এডিট অপশনটা দেওয়া হয়েছে। নাম রিভেরিফাই অপশন। তাতে যদি কোনও বিএলও চাপে পড়ে ভুল তথ্য আপলোড করেও থাকেন, পরে তা ঠিক করতে পারবেন। কারণ অনেকক্ষেত্রে তো শাসকদলের কর্মীদের চাপে পড়েই BLO-রা ভুল তথ্য আপলোড করতে বাধ্য হচ্ছেন। ভোটারদের জীবিত দেখানোর চেষ্টা চলছিল, তাঁদের ওপর থেকে অনেকটাই চাপ কমবে। ”
ফর্ম ডিজিটাইজেশনের পর যদি কোনও ভুল থাকে, তাহলে শাস্তির খাঁড়া ঝুলছে বিএলও-দের কপালে। কমিশন আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, কোথাও কোনও ত্রুটি থেকে গেলে সই যেহেতু থাকছে, দায় বর্তাবে বিএলও-র ঘাড়ে। সেক্ষেত্রে তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্বাভাস দিয়েই রাখছেন, এরকম কোনও ঘটনা ঘটলে জেল নিশ্চিত। বিহারের দৃষ্টান্তও খাড়া করেছেন তিনি।
