Civic Volunteer: ফের শহরে সিভিক দৌরাত্ম্য! ৬টি জামিনযোগ্য ধারায় মামলা রুজু
Civic Volunteer: ঘটনায় বিশ্বজিৎ হালদার, বিজয় দাস, রোহিত হালদার, জয় দাস ও অভিজিৎ দাসের নামে দায়ের হয়েছে অভিযোগ। বিজয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়র। সাউথ সাবার্বান ডিভিশনে কর্মরত।

কলকাতা: ফের শহরে সিভিক ভলিন্টিয়ারের দাদাগিরির অভিযোগ। নেতাজিনগর থানায় কলকাতা পুলিশের এক সিভিক সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মোট ৬ টি জামিনযোগ্য ধারায় মামলা রুজু। বৃহস্পতিবার রাতে নাকতলা এলাকার একটি গ্রসারি স্টোরে ঢুকে সেখানকার কর্মীদের আটকে রেখে মারধর, ভয় দেখানোর অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে এক সিভিক ও বেশ কিছু যুবকের বিরুদ্ধে।
বিশ্বজিৎ হালদার, বিজয় দাস, রোহিত হালদার, জয় দাস ও অভিজিৎ দাসের নামে দায়ের হয়েছে অভিযোগ। বিজয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়র। সাউথ সাবার্বান ডিভিশনে কর্মরত। পুলিশ সূত্রে খবর, ওই গ্রসারি স্টোরে গোলমালের প্রথম থেকে বিজয় সেখানে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে বিজয় সেখানে পৌঁছান। অন্যদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। মারধর, জোরপূর্বক আটকে রাখা, ভাঙচুর করা, অবৈধ অনুপ্রবেশ, অন্যায় কাজে উৎসাহ দেওয়ার ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে।
কিছুদিন আগেই কসবায় আবার এক সিভিকের আজব কীর্তি দেখা গিয়েছিল। কন্সস্টেবলের পোশাক পড়ে উঠেছিল দাদাগিরির অভিযোগ। তাও আবার মদ্যপ অবস্থায়। কর্মরত ছিলেন প্রগতি ময়দান থানায়। অভিযোগ পেতেই শেষ পর্যন্ত নীরজ সিং নামে ওই অভিযুক্ত সিভিককে গ্রেফতার করে পুলিশ।
