AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ফিরহাদ বিতর্কে মুখ্যসচিব-ডিজিকে বড় নির্দেশ মহিলা কমিশনের, বিধাননগর কমিশনারেটেও অভিযোগ দায়ের

Firhad Hakim: এদিকে জাতীয় মহিলা কমিশন সাফ জানাচ্ছে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। একদিন আগেই কমিশনের সদস্য অর্চনা মজুমদার স্পষ্ট জানিয়েছিলেন, কমিশন নিজের মতো করে পদক্ষেপ করবে।

Firhad Hakim: ফিরহাদ বিতর্কে মুখ্যসচিব-ডিজিকে বড় নির্দেশ মহিলা কমিশনের, বিধাননগর কমিশনারেটেও অভিযোগ দায়ের
ফিরহাদ হাকিম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 5:57 PM
Share

কলকাতা: ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে তদন্ত করার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। আইনি পদক্ষেপ করার জন্য কমিশন নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। এই তদন্ত শেষে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে। এসেছে এমনই নির্দেশ। প্রসঙ্গত, একদিন আগে হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে প্রকাশ্য জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে ফিরহাদের বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে। 

এদিন সকালেই ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিধাননগর দক্ষিণ থানার দ্বারস্থ হন বিধাননগরের মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রা। কিন্তু, পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে দাবি তাঁর। পরবর্তীতে মেইল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ওই বিজেপি নেতা। ক্ষোভের সুরে বলেন, বাংলায় গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। শাসকের আইন রয়েছে। তাই অভিযোগ নিতে অস্বীকার করল পুলিশ। 

এদিকে জাতীয় মহিলা কমিশন সাফ জানাচ্ছে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। একদিন আগেই কমিশনের সদস্য অর্চনা মজুমদার স্পষ্ট জানিয়েছিলেন, কমিশন নিজের মতো করে পদক্ষেপ করবে। এবার সরাসরি নির্দেশ এল মুখ্যসচিব ও ডিজির কাছে। এখন দেখার শেষ পর্যন্ত পুলিশ কী পদক্ষেপ করে।