Sandip Ghosh: আবারও ‘স্বমহিমায়’ ফিরে এলেন সন্দীপ, আদৌ বাতিল হয়েছে তো রেজিস্ট্রেশন?
Sandip Ghosh: গত ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল তিলোত্তমার ঘটনায় সিবিআইয়ের হাতে এই মুহূর্তে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
কলকাতা: রাজ্য মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে বিতর্ক। এবার তাঁর রেজিস্ট্রেশন বাতিল নিয়ে উঠছে প্রশ্ন। আদৌ কি বাতিল হয়েছে সন্দীপের রেজিস্ট্রেশন? সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন উঠছে এমন প্রশ্ন?
গত ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল তিলোত্তমার ঘটনায় সিবিআইয়ের হাতে এই মুহূর্তে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তবে মেডিক্যাল কাউন্সিলের স্ট্যাটাস রিপোর্ট বলছে অন্য কথা। এতদিন দেখা যাচ্ছিল সন্দীপের নামে পাশে রয়েছে সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি মঙ্গলবার সন্ধে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও সাসপেন্ডেড। পাশে লেখা রেজিস্ট্রারড। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
এই নিয়ে প্রশ্ন করা হলে মেডিক্যাল কাউন্সিলেন রেজিস্ট্রার মানস চক্রবর্তী টিভি ৯ বাংলাকে জানিয়েছেন, কোথাও একটা ভুল হয়েছে। এমনটা থাকার কথা নয়। স্ট্যাটাস রিমুভড থাকা উচিত ছিল। অপরদিকে, চিকিৎসক নেতা কৌশিক লাহিড়ি বলেন, “সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। সমস্ত সংবাদ মাধ্যমে তা জানানো হয়। তবে সাত দিন পর আমরা কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখি ক্যান্সেল্ড। সেখানে এক সপ্তাহ পর দেখা গেল আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। অর্থাৎ যে লোকটি সিবিআই হেফাজতে তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন জানি না।” চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “এই মেডিক্যাল কাউন্সিল অবৈধ। দুষ্কৃতীদের আখড়ায় পরিণত রয়েছে। যাঁদের নাম উঠে আসছে তিলোত্তমার ঘটনায় তাঁরাই এই কাউন্সিল চালায়। তাই তাঁদের কাছে থেকে আমরা আশা করি না।”